ঢাকা, শনিবার, ১৯ জুলাই ২০২৫

৪ শ্রাবণ ১৪৩২, ২৩ মুহররম ১৪৪৭

বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে সুইস দূতাবাসের উদ্যোগে আলোচনা

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১০:১৬, ১৮ জুলাই ২০২৫ | আপডেট: ১০:১৭, ১৮ জুলাই ২০২৫

বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে সুইস দূতাবাসের উদ্যোগে আলোচনা


বাংলাদেশের ব্যবসায়িক অঙ্গনের গুরুত্বপূর্ণ প্রতিনিধিরা ঢাকায় সুইস রাষ্ট্রদূত রেটো রেঙ্গলি আয়োজিত এক প্রাতঃরাশ সভায় অংশ নেন। এসময় দেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, আর্থিক খাতের চ্যালেঞ্জ এবং বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

বৃহস্পতিবার (১৭ জুলাই) এই সভার আয়োজন করা হয় বলে এক বার্তায় জানায় সুইস দূতাবাস।

বার্তায় জানানো হয়, বাংলাদেশের অর্থনীতির হালনাগাদ চিত্র নিয়ে প্রকাশিত শ্বেতপত্র সংক্রান্ত কমিশনের চেয়ারম্যান ড. দেবপ্রিয় ভট্টাচার্য সভায় অংশ নিয়ে দেশের অর্থনীতির সাম্প্রতিক প্রবণতা এবং বাংলাদেশের প্রবৃদ্ধি গতিপথে প্রভাব ফেলে এমন নীতিমালার দিকনির্দেশনা তুলে ধরেন।

সভায় একটি স্থিতিশীল সামষ্টিক অর্থনৈতিক পরিবেশ এবং শক্তিশালী আর্থিক খাত নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়। যা বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে এবং টেকসই ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে।

বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও সম্প্রসারণ করার লক্ষ্যে আলোচনায় অংশগ্রহণকারীরা বাংলাদেশের আর্থিক খাতের চ্যালেঞ্জ বিশ্লেষণ করেন এবং বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।

উল্লেখ্য, সুইজারল্যান্ড বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। তারা দক্ষতা উন্নয়ন, জলবায়ু সহনশীলতা, সুশাসন এবং বেসরকারি খাতকে সম্পৃক্ত করে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের বিভিন্ন উদ্যোগে বাংলাদেশকে সহায়তা করছে।

এএ

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন