ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ১৮:২০, ১৩ মে ২০২৫ | আপডেট: ১৮:২১, ১৩ মে ২০২৫
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আগামী ২০২৫-২৬ অর্থবছরের নতুন বাজেটে বাস্তব ভিত্তিক বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) গ্রহণ করা হবে। ব্যাংক ঋণ বা টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়ন করা হবে না।
আজ মঙ্গলবার (১৩ মে) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা বড় ধরনের ঘাটতির দিকে যাব না। এডিপি বাস্তবভিত্তিকভাবে বাস্তবায়ন করব। কোনো মেগা প্রকল্প বা বড় ঋণ নিয়ে বাজেট বাস্তবায়নের পরিকল্পনা নেই।’
অর্থ উপদেষ্টা আরও বলেন, আগামী বাজেট বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার ব্যাংক থেকে বিশাল অঙ্কের ঋণ গ্রহণ কিংবা টাকা ছাপানোর পথে হাঁটবে না। ঘাটতি কিছুটা থাকতে পারে। তবে তা কমাতে আমরা বিশ্বব্যাংক ও আইএমএফ-এর সঙ্গে সহায়তা নিয়ে আলোচনা করছি এবং এতে মোটামুটি ইতিবাচক অগ্রগতি হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে দুটি পৃথক বিভাগ গঠনের বিষয়ে জানতে চাইলে ড. সালেহউদ্দিন বলেন, ‘এতে রাজস্ব আদায়ে কোনো প্রভাব পড়বে না। তিনি বলেন, ‘গত বছরের তুলনায় চলতি অর্থবছরে রাজস্ব আদায়ে ২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে এবং পরিস্থিতি হতাশাজনক নয়। আমি আশা করছি, রাজস্ব আদায় গত বছরের চেয়ে কোনো অংশেই কম হবে না।’
নতুন অধ্যাদেশ নিয়ে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অধ্যাদেশটি ভালোভাবে পড়ে বোঝা উচিত। নতুন নীতি বিভাগ একটি ছোট আকারের ইউনিট হবে এবং রাজস্ব কর্তৃপক্ষ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।
ড. সালেহউদ্দিন বলেন, ‘আন্তর্জাতিকভাবে নীতি নির্ধারণ ও বাস্তবায়ন বিভাগ আলাদা থাকে। কারণ নীতি নির্ধারণে অর্থনীতি, পরিসংখ্যান ও জিডিপি সম্পর্কে ভালো জ্ঞানসম্পন্ন পেশাদার ও বিশেষজ্ঞরা কাজ করেন।’
তিনি আরও বলেন, অধ্যাদেশটি দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে প্রণীত হয়েছে এবং এটি নিয়ে এনবিআর সদস্যদের সঙ্গে পূর্বেই আলোচনা হয়েছে।
উল্লেখ্য, সোমবার রাতে ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ ২০২৫’ জারি করে এনবিআর বিলুপ্ত করে অর্থ মন্ত্রণালয়ের অধীনে দুটি নতুন বিভাগ- রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গঠন করা হয়েছে।
রাজস্ব নীতি বিভাগ কর আইন প্রণয়ন, কর হার নির্ধারণ ও আন্তর্জাতিক কর চুক্তি তদারকি করবে। অন্যদিকে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ আয়কর, ভ্যাট ও শুল্কের বাস্তবায়ন, অডিট ও কমপ্লায়েন্স দেখভাল করবে।
এএ
ব্যাংকার প্রতিবেদন