বিমা কোনো সাধারণ সঞ্চয় নয়। বিমা এক ধরনের নিরাপত্তা। সুনির্দিষ্ট কিছু অনিশ্চয়তার বিপরীতে নিশ্চয়তা পাওয়া যায় বিমা করলে। বিমার সঙ্গে যুক্ত রয়েছে সঞ্চয়। অর্থাৎ বিমা মূলত নিরাপত্তা ও সঞ্চয়ের সংমিশ্রণে গড়া আর্থিক পরিসেবা। বিমার বাড়তি সুবিধা, এটি আয়করমুক্ত।