চলমান বিশ্বে কোনো দেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তির উন্নয়ন ও সর্বোত্তম ব্যবহার অত্যাবশ্যক। এক্ষেত্রে সর্বাগ্রে প্রয়োজন দেশের আর্থিক খাত, বিশেষত ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন। তথ্যপ্রযুক্তির ব্যবহার আর্থিক খাতে গতি সঞ্চারের জন্য অত্যাবশ্যক। ব্যাংকিং ব্যবস্থাকে আধুনিক ও সম্পূর্ণ ডিজিটাইজড করতে বাংলাদেশ ব্যাংক উদ্যোগী ভূমিকা পালন করছে।