কর্পোরেট গভর্নেন্স হলো পরিচালনা পর্ষদ, নির্বাহী ও প্রতিষ্ঠানের অন্যান্য ইউনিটের কার্যক্রম, ক্ষমতা ও দায়বদ্ধতার আওতায় সুসমন্বয় করে প্রতিষ্ঠানের কার্যসম্পাদন প্রক্রিয়াকে গতিশীল ও সমুন্নত রাখার প্রক্রিয়া। এর ফলে প্রতিষ্ঠানের সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রম নৈতিকতার মানদণ্ডে পরিচালিত হয়ে প্রদত্ত প্রতিশ্রুতি পালনের মাধ্যমে শেয়ার হোল্ডারদের মূল্যবোধ বৃদ্ধিতে সাহায্য করে।