ঢাকা, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫

৬ ভাদ্র ১৪৩২, ২৭ সফর ১৪৪৭

বিটকয়েনের দাম রেকর্ড ছুঁয়েছে

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ২০:০৯, ১৪ আগস্ট ২০২৫ | আপডেট: ২০:০৯, ১৪ আগস্ট ২০২৫

বিটকয়েনের দাম রেকর্ড ছুঁয়েছে

যুক্তরাষ্ট্রের অনুকূল আইন এবং মার্কিন শেয়ারবাজারের ঊর্ধ্বগতির কারণে এশিয়ার প্রারম্ভিক লেনদেনে বিটকয়েনের দাম রেকর্ড ছুঁয়েছে। যা ১ লাখ ২৪ হাজার ডলার ছাড়িয়ে গেছে।

বৃহস্পতিবার টোকিও থেকে এএফপি এ সংবাদ জানায়।

জুলাইয়ের আগের রেকর্ড অতিক্রম করে বিটকয়েনের দাম এক পর্যায়ে ১,২৪,৫০০ ডলারের বেশি হয়। যদিও পরে কিছুটা কমে আসে।

বুধবার মার্কিন শেয়ারবাজার উর্ধ্বমুখী ছিল। যেখানে এসঅ্যান্ডপি ৫০০ সূচক এবং প্রযুক্তি-ভিত্তিক নাসডাক এই সপ্তাহে নতুন উচ্চতায় পৌঁছেছে। যা ক্রিপ্টোকারেন্সির উত্থানে বড় অবদান রেখেছে। এছাড়া বড় আকারের ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগকারী বা ‘হোয়েল’দের ক্রয় প্রবণতাও দামের ঊর্ধ্বগতিতে ভূমিকা রাখছে।

এক্সএস ডটকমের সিনিয়র মার্কেট বিশ্লেষক সামের হাসান বলেন, ক্রিপ্টো বাজার বর্তমানে অত্যন্ত অনুকূল মৌলিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যাংকগুলোর উপর ‘সুনামের ঝুঁকি’ তালিকাভুক্ত কোম্পানির সঙ্গে ব্যবসা করতে যে বিধিনিষেধ ছিল, তা তুলে দিয়েছেন। এই শ্রেণিতে প্রায়ই ক্রিপ্টো কোম্পানিগুলোকে অন্যায়ভাবে রাখা হতো।’

হাসানের মতে, ট্রাম্প ক্রিপ্টোকারেন্সিকে জাতীয় আর্থিক ব্যবস্থায় দ্রুত অন্তর্ভুক্ত করতে এবং অতিরিক্ত বিধিনিষেধ তুলে নিতে আগ্রহী হতে পারেন, কারণ তিনি ও তার পরিবারের ক্রিপ্টো খাতে ক্রমবর্ধমান সম্পৃক্ততা রয়েছে।

প্রসঙ্গত, ট্রাম্পের মিডিয়া গ্রুপ ও প্রযুক্তি ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারক টেসলা উভয়ই বিপুল পরিমাণ বিটকয়েন কিনছে।

এএ

ব্যাংকার প্রতিবেদন

আরও পড়ুন