ঢাকা, মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

২১ আশ্বিন ১৪৩২, ১৩ রবিউস সানি ১৪৪৭

ডিজিটাল ব্যাংকের লাইসেন্স আবেদনের সময় বাড়ালো

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ২১:১২, ১৫ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ২১:১২, ১৫ সেপ্টেম্বর ২০২৫

ডিজিটাল ব্যাংকের লাইসেন্স আবেদনের সময় বাড়ালো


ডিজিটাল ব্যাংক স্থাপনের আবেদন জমা দেওয়ার সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। আগ্রহীরা আগামী ২ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

আজ সোমবার জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবেদনকারীদের চলতি বছরের ২ নভেম্বরের মধ্যে অফিস সময়ে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগে আবেদন জমা দিতে হবে। একই সঙ্গে প্রাসঙ্গিক সব নথির সফট কপি ইমেইলের ([email protected]) মাধ্যমে পাঠাতে হবে।

এর আগে, গত ২৬ আগস্ট নতুন করে ডিজিটাল ব্যাংকের লাইসেন্সের জন্য আবেদনের সময়সীমা ১ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বেঁধে দেয় বাংলাদেশ ব্যাংক। এ সময় প্রস্তাবিত ডিজিটাল ব্যাংকের স্পন্সর হিসেবে শেল কোম্পানি যেন থাকতে না পারে, তা নিশ্চিত করতে নীতিমালা সংশোধন করা হয়।

নীতিমালা অনুযায়ী, ডিজিটাল ব্যাংকের নিজস্ব কোনো শাখা বা উপশাখা, এটিএম, সিডিএম অথবা সিআরএমও থাকবে না। সব সেবাই হবে অ্যাপ নির্ভর, মোবাইল ফোন বা ডিজিটাল যন্ত্রে।

ডিজিটাল ব্যাংকে দিন রাত ২৪ ঘণ্টাই সেবা মিলবে। গ্রাহকদের লেনদেনের সুবিধার্থে ডিজিটাল ব্যাংক ভার্চুয়াল কার্ড, কিউআর কোড ও অন্য কোনো উন্নত প্রযুক্তিভিত্তিক পণ্য দিতে পারবে। তবে লেনদেনের জন্য কোনো প্লাস্টিক কার্ড দিতে পারবে না।

এই ব্যাংকের সেবা নিতে গ্রাহকরা অন্য ব্যাংকের এটিএম, এজেন্টসহ নানা সেবা ব্যবহার করতে পারবেন।

ব্যাংকার প্রতিবেদন

আরও পড়ুন