ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫

৮ অগ্রাহায়ণ ১৪৩২, ০১ জমাদিউস সানি ১৪৪৭

ইলন মাস্কের পারিশ্রমিক ১ ট্রিলিয়ন ডলার, নজির সৃষ্টি

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১৮:৪৮, ৭ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৮:৪৯, ৭ নভেম্বর ২০২৫

ইলন মাস্কের পারিশ্রমিক ১ ট্রিলিয়ন ডলার, নজির সৃষ্টি

টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের জন্য রেকর্ড ১ ট্রিলিয়ন ডলারের (১০০০ বিলিয়ন) পারিশ্রমিক প্যাকেজ অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা। করপোরেট ইতিহাসে কোনো নির্বাহী কর্মকর্তাকে এত বড় অঙ্কের পারিশ্রমিক দেওয়ার নজির এটি প্রথম।

বৃহস্পতিবার (০৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিনে টেসলার বার্ষিক সাধারণ সভায় এই অনুমোদনের ঘোষণা দেওয়া হয়। যা বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিকে ইতিহাসের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথ খুলে দিচ্ছে।

ভোটের আগে টানা কয়েক সপ্তাহ ধরে মাস্ক, টেসলার পরিচালনা পর্ষদ ও খুচরা বিনিয়োগকারীরা এর পক্ষে প্রচার চালান। টেসলার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রস্তাবটি ৭৫ শতাংশের বেশি শেয়ারহোল্ডারের সমর্থন পেয়েছে।

সভায় ইলন মাস্ক বলেন, 'যাঁরা ভোটে সমর্থন দিয়েছেন, তাঁদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই—আমি সত্যিই এটি গভীরভাবে উপলব্ধি করছি'।

গত সেপ্টেম্বরে প্রকাশিত এই পারিশ্রমিক পরিকল্পনা অনুযায়ী, ১২ দফায় মাস্ককে বিপুল পরিমাণ শেয়ার বিকল্প দেওয়া হবে, যা কঠোর পারফরম্যান্স লক্ষ্যের সঙ্গে যুক্ত। এই শর্তগুলো পূরণ হলে আগামী এক দশকে টেসলায় তাঁর মালিকানা ২৫ শতাংশ বা তার বেশি হতে পারে।

এদিকে, ভোটের ফল ঘোষণার পর টেসলার শেয়ারদর ২ শতাংশ বেড়ে যায়। বর্তমানে মাস্ক কোম্পানির প্রায় ১৩ শতাংশ শেয়ারের মালিক এবং তিনি দাবি করেছেন, বহু বছর ধরেই কোনো বেতন নেননি।

প্রসঙ্গত, ইলন মাস্কের ২০১৮ সালের পারিশ্রমিক প্যাকেজ এখনো যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার অঙ্গরাজ্যের আদালতে আইনি পর্যালোচনাধীন। শেয়ারহোল্ডারদের অভিযোগ, টেসলার পরিচালনা পর্ষদ তখন যথাযথভাবে তথ্য প্রকাশ না করেই সেই চুক্তি অনুমোদন করেছিল। বিষয়টি এখন ডেলাওয়ার সুপ্রিম কোর্টের বিবেচনায় রয়েছে।

এএ

ব্যাংকার প্রতিবেদন

আরও পড়ুন