দি ব্যাংকার ডেস্ক
প্রকাশ: ১৪:৩৯, ৭ মে ২০২৫ | আপডেট: ১৪:৩৯, ৭ মে ২০২৫
গ্রামীন অর্থনীতিতে বিনিয়োগের পথ সুগম করতে কৃষি ব্যাংক প্রতিষ্ঠিত হয় ১৯৭৩ সালে। বিকেবি ব্যাংকিং কোম্পানি আইন-১৯৯১ এর অধীনে একটি ব্যাংকিং কোম্পানি হিসেবে কার্যক্রম পরিচালনা করছে। শতভাগ রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকটিতে কৃষি উদ্যোক্তাদের নানা সুবিধা দেওয়া হয়। এছাড়া কৃষি উদ্যোগের জন্য রয়েছে আকর্ষণীয় ঋণ সুবিধা। তবে এ বিষয়ে অনলাইনে তথ্য সহজলভ্য নয়। বিষয়টি সম্পর্কে বিস্তারিত ধারণা দিতে এ প্রতিবেদনটি মনোযোগ দিয়ে পড়ুন।
কৃষি ব্যাংকের প্রধান লক্ষ্য কৃষকদের সাহায্য করা। সেহেতু কৃষকরা আর্থিকভাবে সচ্ছল কিনা? কৃষকদের কোন কিছুর প্রয়োজন রয়েছে কিনা এটি কৃষি ব্যাংক নজর রাখেন। বাংলাদেশের অর্থনীতিতে কৃষি খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেহেতু কৃষকদের কোন সমস্যা না হয় সেজন্য কৃষি ব্যাংক বিভিন্ন মেয়াদের কৃষি লোন দিয়ে থাকে।
কৃষি ব্যাংকে ঋণ নেওয়ার শর্ত
কৃষি ব্যাংকের নীতিমালা অনুযায়ী ঋণের জন্য আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক ও প্রাপ্তবয়স্ক অর্থাৎ ১৮ বছর বয়সী হতে হবে।
ঋণের আবেদনের সময় যে যে কাগজ লাগবে
বাংলাদেশের কৃষি ব্যাংক থেকে কৃষি কাজের জন্য লোন নিতে হলে বড় জামানত প্রয়োজন হয় না। তবে ঋণ প্রক্রিয়াকরণের জন্য কিছু কাগজ জমা দিতে হয়। কাগজগুলো আগে থেকেই প্রস্তুত রাখলে আপনার জন্যই সুবিধা। এ কাগজগুলো হলো :
কৃষি ব্যাংক লোন পদ্ধতি
কৃষি ব্যাংক মূলত কৃষকদের বিনিয়োগ সহায়তা দিয়ে থাকে। এক্ষেত্রে কৃষকরা আর্থিকভাবে সাবলম্বী কি না এ বিষয়ে তাদের কঠোর মনোযোগ রাখতে হয়। কৃষকদের সুবিধার্থে কৃষি ব্যাংক বিভিন্ন মেয়াদে ঋণ সুবিধা দিয়ে থাকে।
কৃষি ব্যাংকের ঋণ পেতে বেশ কয়েকটি ধাপ অনুসরণ করতে হয়। নিম্নে ধাপ আকারে কৃষি ব্যাংক লোন পদ্ধতি উপস্থাপন করা হয়েছে:
কৃষি ব্যাংকে যেসব ক্ষেত্রে ঋণ পাওয়া যায়
বিশেষায়িত ব্যাংক হওয়ায় কৃষি ব্যাংক শুধু এ সংশ্লিষ্ট খাতেই অর্থায়ন করে। কৃষি ব্যাংক মৎস উদ্যোগ, শস্য ঋণ, গবাদিপশুর জন্য ঋণ এবং কৃষি সেচ ও যন্ত্রপাতি কেনার জন্য ঋণ দিয়ে থাকে।
কৃষি ব্যাংকের সুদহার
বাংলাদেশ কৃষি ব্যাংক লোনের সুদহার মাত্র ৮ শতাংশ। অর্থাৎ কোন গ্রাহক যদি কৃষি ব্যাংক থেকে লোন নিতে চান তাহলে ঋণের অর্থের উপর ৮ শতাংশ টাকা পরিশোধ করতে হবে। কোন গ্রাহক যদি বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে এক লক্ষ টাকা কৃষি লোন নিয়ে থাকেন তাহলে তাকে বর্তমান ইন্টারেস্ট রেট অনুযায়ী এক লক্ষ আট হাজার টাকা সর্বমোটে পরিশোধ করতে হবে। এ সুদহার বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংক কর্তৃপক্ষ যেকোনো সময় পরিবর্তন করতে পারে। তাই সুদহার সম্পরর্কে নিকটস্থ শাখায় কর্মকর্তার সঙ্গে আলাপ করাই শ্রেয়।
কৃষি ব্যাংকে ঋণ পাওয়ার শর্ত
প্রতিটি ব্যাংকের থেকে লোন পাওয়ার জন্য বেশ কিছু শর্তাবলী গ্রাহককে অনুসরণ করতে হয় এক্ষেত্রে বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে লোন পাওয়ার জন্য অবশ্যই গ্রাহককে তাদের শর্তাবলী অনুসরণ করতে হবে। বাংলাদেশ কৃষি ব্যাংকের এ সকল শর্তাবলির মধ্যে রয়েছে:
কৃষি ব্যাংক কত টাকা ঋণ দেয়?
কৃষি ব্যাংক থেকে আপনি আপনার প্রয়োজন অনুসারে লোন গ্রহণ করতে পারবেন এক্ষেত্রে কৃষি ব্যাংক আপনার কৃষি জমির পরিধি জমির পরিমাণ অন্যান্য বিষয়ে যাচাই-বাছাই করে বিভিন্ন পরিমাণ ঋণ দেয়। কৃষি ব্যাংক সাধারণত তিন ধরনের ঋণ দেয়। এগুলো হচ্ছে, স্বল্পমেয়াদি ঋণ, মধ্যমেয়াদি ঋণ ও দীর্ঘমেয়াদি ঋণ। এক্ষেত্রে টাকার পরিমাণের ওপর নির্ভর করে গ্রাহক ঋণ নিতে পারবেন।
/আআ