ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ১৬:৫১, ৩ জুন ২০২৫ | আপডেট: ১৬:৫১, ৩ জুন ২০২৫
গ্রামীণ ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন এ কে এম সাজ্জাদ হোসেন।
সাজ্জাদ হোসেন এশিয়া ও আফ্রিকাজুড়ে ১৬ বছরেরও অধিক সময় মাইক্রোফাইন্যান্স খাতে পেশাগত দক্ষতা রেখেছেন।
দায়িত্ব গ্রহণের পর দারিদ্র্যদূরীকরণ ও দেশের অর্থনৈতিক উন্নয়নে গ্রামীণ ব্যাংকের কার্যক্রমকে তিনি আরও বেগবান করার লক্ষ্যে কাজ করে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
এর আগে তিনি বেসরকারি সংস্থা আশা ইন্টারন্যাশনালে পরিচালক হিসেবে ছিলেন। এ ছাড়া তিনি ব্র্যাক ও ব্র্যাক ইন্টারন্যাশনালের মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামে বিভিন্ন নেতৃত্বমূলক পদে দায়িত্ব পালন করেন।
২০০৫ সালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক ডিগ্রি অর্জনের পর সাজ্জাদ হোসেন তথ্যপ্রযুক্তি খাতে কর্মজীবন শুরু করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্সে এমবিএ ও এমপিএ সম্পন্ন করেন। -বিজ্ঞপ্তি।
এএ
ব্যাংকার প্রতিবেদন