ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

২ শ্রাবণ ১৪৩২, ২১ মুহররম ১৪৪৭

জাপানি জায়ান্ট ৭-ইলেভেন অধিগ্রহণের প্রস্তাব প্রত্যাহার করল কাউচ টার্ড

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১৮:৩৭, ১৭ জুলাই ২০২৫ | আপডেট: ১৮:৩৮, ১৭ জুলাই ২০২৫

জাপানি জায়ান্ট ৭-ইলেভেন অধিগ্রহণের প্রস্তাব প্রত্যাহার করল কাউচ টার্ড

জাপানি জায়ান্ট ৭-ইলেভেনের অধিগ্রহণের জন্য দেয়া ৪৭ বিলিয়ন ডলারের প্রস্তাব প্রত্যাহার করেছে কানাডার আলিমেনতাসিয়ন কাউচ-টার্ড (এসিটি)। এর মাধ্যমে মাসব্যাপী চলা এই অধিগ্রহণ প্রচেষ্টা বেস্তে গেল।

বুধবার তারা এ সংবাদ জানিয়েছেন।

মন্ট্রিয়াল থেকে এএফপি জানায়, বিশ্বের সবচেয়ে বড় কনভেনিয়েন্স স্টোর চেইন তৈরির লক্ষ্যে ৭-ইলেভেনকে অধিগ্রহণের প্রাথমিকভাবে প্রায় ৪০ বিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছিল কাউচ-টার্ড। পরে ‘সেভেন এন্ড আই’ এ প্রস্তাব প্রত্যাখ্যান করলে তা বাড়িয়ে ৪৭ বিলিয়ন ডলারে উন্নীত করা হয়।

অধিগ্রহণের এ আলোচনা চালিয়ে নিতে চলতি বছরের এপ্রিল মাসে দুই কোম্পানির মধ্যে একটি অপ্রকাশনীয়তা চুক্তি (এনডিএ) করা হয়। তবে কাউচ-টার্ড ‘সেভেন এন্ড আই’ এর বোর্ড বরাবর পাঠানো একটি চিঠি প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে প্রতিষ্ঠানটি "ইচ্ছাকৃতভাবে কালক্ষেপণ ও অস্পষ্টতার কৌশল গ্রহণ করেছে।

চিঠিতে আরও বলা হয়েছে, ‘নিয়মিত সৎ ও গঠনমূলক আলোচনার অভাবের কারণে আমরা আমাদের প্রস্তাব প্রত্যাহার করছি।’

‘সেভেন এন্ড আই’ অধিগ্রহণ ঠেকাতে বড় পরিসরে শেয়ার পুনঃক্রয়, মার্কিন ইউনিটের আইপিও এবং প্রথম বিদেশি সিইও নিয়োগসহ একাধিক পদক্ষেপ নিয়েছে। 

চিঠিতে আরও অভিযোগ করা হয়, ‘এনডিএ স্বাক্ষরের পর থেকে ‘সেভেন এন্ড আই’ এর পক্ষ থেকে কোনো আন্তরিক বা গঠনমূলক আলোচনার উদ্যোগ দেখা যায়নি, যা প্রস্তাব এগিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় ছিল।’

এই আচরণ ‘সেভেন এন্ড আই’ এর পক্ষ থেকে প্রকাশ্যে দেওয়া বিবৃতির বিপরীত, বিশেষ করে তাদের ১১ জুলাইয়ের আয় বিবরণী কলের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করা হয়।

‘সেভেন এন্ড আই’ বিশ্বের প্রায় ৮৫,০০০টি কনভেনিয়েন্স স্টোর পরিচালনা করে, যার এক চতুর্থাংশ জাপানে। এসব দোকানে কনসার্ট টিকিট থেকে শুরু করে পোষা প্রাণীর খাদ্য এবং তাজা চালের বল পর্যন্ত বিক্রি হয়। যদিও সাম্প্রতিক সময়ে বিক্রয় কিছুটা কমেছে।

১৯৮০ সালে কুইবেকে একটি মাত্র দোকান নিয়ে যাত্রা শুরু করা এসিটি (কাউচ টার্ড) বর্তমানে সার্কেল কেসহ বিশ্বব্যাপী প্রায় ১৭,০০০ স্টোর পরিচালনা করে ।

 বৃহস্পতিবার টোকিও শেয়ারবাজারে ‘সেভেন এন্ড আই’ শেয়ারের দাম ৯ শতাংশের বেশি কমে গেছে।

‘সেভেন এন্ড আই’ এক বিবৃতিতে জানায়, ‘এসিটি’র সিদ্ধান্ত আমাদের প্রত্যাশার বিপরীত এবং তাদের প্রেস রিলিজে একাধিক ভুল তথ্য রয়েছে, যার সঙ্গে আমরা একমত নই।’

তারা আরও জানায়, “আমরা এসিটি-আই প্রস্তাবসহ সকল বিকল্প মূল্যায়ন করেছি এবং নিজেরাই মূল্য সৃষ্টির নীতি অনুসরণ করছি। আমরা বিশেষ করে উত্তর আমেরিকায় আমাদের কনভেনিয়েন্স স্টোর ব্যবসার মাধ্যমে এই লক্ষ্য বাস্তবায়ন করব।

এসিটি-আই’র প্রধান নির্বাহী অ্যালেক্স মিলার এই প্রস্তাবকে ‘কনভেনিয়েন্স স্টোরের একটি বৈশ্বিক চ্যাম্পিয়ন’ তৈরির প্রয়াস বলে বর্ণনা করেছিলেন।

গত সেপ্টেম্বরে এসিটি-আই এর প্রাথমিক প্রস্তাবের পর ‘সেভেন এন্ড আই’ জানায়, প্রস্তাবটি তাদের ব্যবসার ‘গুরুতর অবমূল্যায়ন’ করে এবং এটি যুক্তরাষ্ট্রে নিয়ন্ত্রক বাধার মুখে পড়তে পারে।

৭-ইলেভেন যাত্রা শুরু করেছিল যুক্তরাষ্ট্রে, তবে ২০০৫ সাল থেকে এটি সম্পূর্ণরূপে ‘সেভেন এন্ড আই’-এর মালিকানায় চলে আসে।

এএ

 

ব্যাংকার প্রতিবেদন

আরও পড়ুন