ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ২০:১৫, ১৬ জুলাই ২০২৫ | আপডেট: ২০:১৫, ১৬ জুলাই ২০২৫
বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট আজ বাংলাদেশে তার প্রথম আনুষ্ঠানিক সফর শেষ করেছেন। এ সফরে তিনি বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকারে সহায়তা ও জনগণের জীবনমান উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে আমাদের দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব লাখ লাখ মানুষকে দারিদ্র্য থেকে উত্তরণে সহায়তা করেছে। আমরা এ দেশের অর্থনৈতিক ও জলবায়ু সহনশীলতা গড়ে তোলা, বেসরকারি বিনিয়োগে উৎসাহ এবং অর্থবহ কর্মসংস্থানের সুযোগ তৈরি করার ক্ষেত্রে সহায়তা অব্যাহত রাখব।
আজ বুধবার (১৬ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সফরকালে জোহানেস জুট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন এবং অর্থনৈতিক স্থিতিশীলতার ভিত্তি গড়ে তোলা এবং সরকারি প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর জন্য সরকারের গৃহীত গুরুত্বপূর্ণ সংস্কারের প্রশংসা করেন।
তিনি প্রধান উপদেষ্টাকে বাংলাদেশে বিশ্বব্যাংকের চলমান ও প্রস্তাবিত সহায়তা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। দেশের জরুরি প্রয়োজন বিবেচনায় বিশ্বব্যাংক গত অর্থবছরে ৩ বিলিয়ন মার্কিন ডলারের বেশি সহায়তা দিয়েছে। এই অর্থ স্বাস্থ্য, পানি ও পয়ঃনিষ্কাশন, সামাজিক সুরক্ষা খাতের মৌলিক সেবা উন্নয়ন, অবকাঠামো ও পরিবেশগত স্থিতিশীলতায় বিনিয়োগ বৃদ্ধি এবং আর্থিক ও সরকারি খাত সংস্কারে ব্যয় হয়েছে।
জোহানেস জুট বলেন, আমি বাংলাদেশে আসতে পেরে আনন্দিত। এখানে জনগণ, বিশেষ করে তরুণরা আরও ভালো ভবিষ্যত গড়তে দৃঢ়প্রতিজ্ঞ।
সফরকালে জাট অর্থ উপদেষ্টা, পরিকল্পনা উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত দূতসহ অন্যান্য জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা এবং বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে আসন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
বিশ্বব্যাংক বাংলাদেশের টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করতে সহযোগিতার প্রতিশ্রুতিতে দৃঢ় রয়েছে বলে জানান জোহানেস জুট।
বাংলাদেশের স্বাধীনতার পর প্রথম দিকের উন্নয়ন সহযোগীদের অন্যতম হলো বিশ্বব্যাংক। তখন থেকে এ পর্যন্ত বিশ্বব্যাংক বাংলাদেশে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ)-এর অনুদানের আওতায় ৪৬ বিলিয়ন মার্কিন ডলারের বেশি অর্থ সহায়তা দিয়েছে। সুদবিহীন ঋণ এবং স্বল্পসুদে ঋণের মাধ্যমে এ সহায়তা দেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে কাজে লাগানো হয়েছে।
এএ
ব্যাংকার প্রতিবেদন