ঢাকা, বুধবার, ১৬ জুলাই ২০২৫

১ শ্রাবণ ১৪৩২, ২০ মুহররম ১৪৪৭

যৌথ উদ্যোগে প্রিপেইড কার্ড চালু করল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ২২:২০, ১৫ জুলাই ২০২৫ | আপডেট: ২২:২০, ১৫ জুলাই ২০২৫

যৌথ উদ্যোগে প্রিপেইড কার্ড চালু করল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

মাস্টারকার্ড ও পাঠাও পে-কে সঙ্গে নিয়ে তরুণদের জন্য একটি রিয়েল-টাইম কমপেনিয়ন প্রিপেইড কার্ড চালুর ঘোষণা দিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি।

নতুন এ কার্ডের মাধ্যমে পাঠাও পে ব্যবহার করা যাবে কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াই। এছাড়া, কার্ডহোল্ডারদের জন্য রয়েছে মাস্টারকার্ডের মাধ্যমে এক্সক্লুসিভ অফার, অনলাইন ও অফলাইন কেনাকাটার বিভিন্ন সুযোগ, এনএফসি-র সহজ ওয়ান-টাচ পেমেন্ট, এটিএম থেকে অর্থ উত্তোলন এবং রিয়েল-টাইম ট্রানজেকশন ব্যালেন্স মিররিংয়ের নানা সুবিধা।

ব্যবহারকারীদের জন্য আর্থিক সুবিধা সহজলভ্য করতে এবং সেবাকে আরও ব্যবহারকারী-কেন্দ্রিক করতে এই কার্ডগুলো চালু করা হয়েছে।

পাঠাও-এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও ফাহিম আহমেদ বলেন, ‘পাঠাও পে’র ওয়ালেট-লিঙ্কড কার্ড বাংলাদেশের জন্য একটি প্রথম ও অভিনব ধারণা। এ কার্ডের ব্যবহারকারীরা নিজেদের মতো করে লেনদেন করতে পারবেন, প্রয়োজনমতো অর্থ ব্যবহার ও ব্যবস্থাপনা করতে পারবেন।’

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির সিইও ও এমডি সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, পাঠাও পে ও মাস্টারকার্ডের এ অংশীদারত্ব আমাদের নতুন প্রজন্মের গ্রাহকদের জন্য উদ্ভাবনী পেমেন্ট অপশন সরবরাহের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। এ কার্ড চালুর মাধ্যমে আমরা গ্রাহকদের তাঁদের চাহিদা অনুযায়ী সুবিধা উপভোগে সক্ষম করতে এবং প্রতিটি লেনদেনকে আনন্দদায়ক করে তুলতে চাই।’

মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, ‘আজকের তরুণরা তাঁদের উদ্দেশ্য ও প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আর্থিক পণ্য ও সমাধান খোঁজেন। এ নতুন প্রিপেইড কার্ডগুলো চালু করতে পেরে মাস্টারকার্ড আনন্দিত। এটি কেবল একটি উন্নত এবং নিরাপদ পেমেন্ট অভিজ্ঞতা প্রদান করবে না, বরং ব্যবহারকারীদের অর্থ ব্যবস্থাপনায়ও সহায়তা করবে।’- বিজ্ঞপ্তি

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন