ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ১৭:০২, ১৩ জুলাই ২০২৫ | আপডেট: ১৭:০২, ১৩ জুলাই ২০২৫
স্ট্যান্ডার্ড ব্যাংকের শাখাপ্রধান এবং প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান ও নির্বাহীবৃন্দের অংশগ্রহণে অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আজিজ।
ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে স্বশরীরে উপস্থিত ছিলেন সম্মানিত পরিচালক এস. এ. এম. হোসাইন, গুলজার আহমেদ, ফেরদৌস আলী খান ও স্বতন্ত্র পরিচালক গোলাম হাফিজ আহমেদ এবং অনলাইনে যুক্ত ছিলেন সম্মানিত পরিচালক ও প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান কামাল মোস্তফা চৌধুরী, সম্মানিত পরিচালক ফিরোজুর রহমান, মোহাম্মদ মনজুর আলম, আলহাজ্ব মোহাম্মদ শামসুল আলম ও জাহিদুল আলম।
ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান ও ম্যানেজমেন্ট কমিটির সদস্যবৃন্দ স্বশরীরে এবং সকল শাখার শাখাপ্রধান, সকল বিভাগীয় প্রধান এবং প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ অনলাইনে যুক্ত থেকে সভায় অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা ২০২৫ সালের জন্য নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্য অর্জনের অগ্রগতি পর্যালোচনা করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
ব্যাংকার প্রতিবেদন