ঢাকা, বুধবার, ১৬ জুলাই ২০২৫

৩১ আষাঢ় ১৪৩২, ১৯ মুহররম ১৪৪৭

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজিএমে ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ২০:০৮, ১২ জুলাই ২০২৫ | আপডেট: ২০:০৯, ১২ জুলাই ২০২৫

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজিএমে ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির (এমটিবি) ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন করা হয়েছে।

সম্প্রতি ভার্চুয়াল প্লাটফর্মে ব্যাংকের চেয়ারম্যান রাশেদ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় এমটিবির পরিচালক খাজা নারগিস হোসেন, সৈয়দ নাসিম মঞ্জুর, তপন চৌধুরী (অ্যাস্ট্রাস লিমিটেড কর্তৃক মনোনীত), ড্যানিয়েল ডে ল্যাঞ্জ (নরফান্ড কর্তৃক মনোনীত), বিকল্প পরিচালক মো. রিয়াসাদ উদ্দিন, স্বতন্ত্র পরিচালক ড. মোহাম্মদ তারেক, শিব নারায়ণ কৈরী ও জেরিন মাহমুদ হোসেন উপস্থিত ছিলেন।

এছাড়া অন্যদের মধ্যে ছিলেন এমডি ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান, ডিএমডি ও কোম্পানি সচিব রেইস উদ্দীন আহাম্মদসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং উল্লেখযোগ্যসংখ্যক শেয়ারহোল্ডার।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) এমটিবির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৮৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৭৮ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬ টাকা ৭ পয়সায়।

২০০৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এমটিবির অনুমোদিত মূলধন ১ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ৮১ কোটি ৪৩ লাখ ২০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৩১৭ কোটি ৯০ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১০৮ কোটি ১৪ লাখ ৩১ হাজার ৭২০। এর মধ্যে ৩১ দশমিক ১৬ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে।

এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩১ দশমিক ১৯ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩৭ দশমিক ৬৫ শতাংশ শেয়ার রয়েছে।

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন