ঢাকা, বুধবার, ১৬ জুলাই ২০২৫

১ শ্রাবণ ১৪৩২, ২০ মুহররম ১৪৪৭

ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের এমডিকে অপসারণ

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ২০:৩০, ১৫ জুলাই ২০২৫ | আপডেট: ২০:৩১, ১৫ জুলাই ২০২৫

ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের এমডিকে অপসারণ

দীর্ঘদিন ধরে চলা আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ ওয়াসেক মো. আলীকে অপসারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (১৫ জুলাই) ব্যাংকটির চেয়ারম্যান বরাবর বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো এক আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে এ অপসারণের সিদ্ধান্ত জানানো হয়।

সৈয়দ ওয়াসেক মো. আলী ২০১৫ সালের ৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অনুমোদনে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরে দুই দফায় তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার কার্যকাল হয়ে ওঠে ব্যাংকের আর্থিক বিপর্যয়ের প্রধান উৎস।

বেনামি ঋণ বিতরণ, গ্রাহক আমানতের অর্থ লোপাট, যাকাত ফান্ডের অপব্যবহারের অভিযোগ রয়েছে সৈয়দ ওয়াসেক মো. আলীর বিরুদ্ধে। এসব অভিযোগ তদন্তেও প্রমাণিত হয়েছে বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে। আর্থিক কেলেঙ্কারি ব্যাংকটির আর্থিক স্বাস্থ্যকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

এমন পরিস্থিতিতে গত জুন মাসে ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিচালনা পর্ষদ তাকে এমডির পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য সুপারিশ করে কেন্দ্রীয় ব্যাংকের চিঠি দেয়। তাদের সুপারিশের ভিত্তিতে সৈয়দ ওয়াসেক মো. আলীকে আজ আনুষ্ঠানিকভাবে পদ থেকে সরিয়ে দিল কেন্দ্রীয় ব্যাংক। 

এ সিদ্ধান্তের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক একটি দৃষ্টান্তমূলক বার্তা দিয়েছে যে, ব্যাংক পরিচালনায় অনিয়ম, দুর্নীতি বা স্বেচ্ছাচারিতার কোনো জায়গা নেই বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

এমডি অপসারণের বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ। এ বিষয়ে জানতে চাইলে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান বলেন, ‘আমরা বাংলাদেশ ব্যাংকের চিঠি পেয়েছি। তাদের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’

প্রসঙ্গত, চলতি বছরের ৫ জানুয়ারি থেকে সৈয়দ ওয়াসেক মো. আলী বাধ্যতামূলক ছুটিতে ছিলেন। তার বিরুদ্ধে তদন্ত চলাকালীন সময়েই এ ব্যবস্থা নেওয়া হলো।

এএ

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন