ঢাকা, বুধবার, ১৬ জুলাই ২০২৫

৩১ আষাঢ় ১৪৩২, ১৯ মুহররম ১৪৪৭

ওয়ান ব্যাংকে নতুন ৫৪ ক্যাডার কর্মকর্তার যোগদান

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১৬:৫২, ১২ জুলাই ২০২৫ | আপডেট: ১৬:৫২, ১২ জুলাই ২০২৫

ওয়ান ব্যাংকে নতুন ৫৪ ক্যাডার কর্মকর্তার যোগদান

বেসরকারি খাতের  ওয়ান ব্যাংক পিএলসিতে স্পেশাল ক্যাডার অফিসার ও ক্যাডার অফিসার অষ্টম ব্যাচে নতুন করে ৫৪ জন  আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।

এ উপলক্ষে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় নবীনদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন ব্যাংকের এমডি (চলতি দায়িত্ব) শাব্বির আহমেদ।

এছাড়া আরও বক্তব্য দেন এএমডি আবু জাফর মো. সালেহ; ডিএমডি কোম্পানি সচিব ও হেড অব এইচআর জন সরকার; ডিএমডি, চিফ লিগ্যাল অফিসার ও হেড অব রিকভারি মোহা. আনোয়ারুল ইসলাম; এডিএমডি, সিআরও ও ক্যামেলকো মঞ্জুরুল আলম চৌধুরী এবং এডিএমডি ও হেড অব সিআরএম মো. মানিরুল ইসলাম।

এ সময় স্পেশাল ক্যাডার অফিসার ও ক্যাডার অফিসারদের পক্ষ থেকে দুজন কর্মকর্তা বক্তব্য দেন।  বক্তব্যে তারা যোগদানের অনুভূতি, প্রত্যাশা ও ভবিষ্যৎ কর্মপথে অবদান রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি

এএ

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন