ঢাকা, বুধবার, ১৬ জুলাই ২০২৫

৩১ আষাঢ় ১৪৩২, ১৯ মুহররম ১৪৪৭

জাতীয় পেনশন কর্তৃপক্ষের সঙ্গে এসবিএসি ব্যাংকের চুক্তি স্বাক্ষর

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১৭:৪১, ১৪ জুলাই ২০২৫ | আপডেট: ১৭:৪১, ১৪ জুলাই ২০২৫

জাতীয় পেনশন কর্তৃপক্ষের সঙ্গে এসবিএসি ব্যাংকের চুক্তি স্বাক্ষর

সর্বজনীন পেনশন সেবায় অংশ নিতে জাতীয় পেনশন কর্তৃপক্ষের (এনপিএ) সঙ্গে চুক্তি করেছে এসবিএসি ব্যাংক পিএলসি। এ চুক্তির আওতায় এসবিএসি ব্যাংক সর্বজনীন পেনশন স্কিমের ‘প্রগতি’, ‘সুরক্ষা’, ‘সমতা’ ও ‘প্রবাস’—এই চারটি কার্যক্রমে গ্রাহক নিবন্ধন এবং অনলাইন ও অফলাইনে মাসিক কিস্তি সংগ্রহের দায়িত্ব পালন করবে।

সোমবার (১৪ জুলাই) রাজধানীর অর্থ মন্ত্রণালয়ের অর্থবিভাগের সভাকক্ষে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

চুক্তিতে জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মো. মহিউদ্দউন খান ও এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্বে) মো. রবিউল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থবিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার। এছাড়া এসবিএসি ব্যাংকের ব্যাংকিং অপারেশনস বিভাগের প্রধান ও এসইভিপি মো. মাসুদুর রহমানসহ জাতীয় পেনশন কর্তৃপক্ষ ও ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।—বিজ্ঞপ্তি

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন