ঢাকা, বুধবার, ১৬ জুলাই ২০২৫

৩১ আষাঢ় ১৪৩২, ১৯ মুহররম ১৪৪৭

আম ও লিচু আহরণের সময়সূচি প্রকাশ

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১৬:২৩, ৯ মে ২০২৫ | আপডেট: ১৬:২৩, ৯ মে ২০২৫

আম ও লিচু আহরণের সময়সূচি প্রকাশ

উত্তরাঞ্চলের বাগানগুলো থেকে আম ও লিচু আহরণের সময়সূচি প্রকাশ করা হয়েছে। সেইসঙ্গে জনস্বাস্থ্য নিশ্চিত করতে বাগানে কেমিক্যালমুক্ত ফল প্রাপ্তিতে প্রশাসনিক নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে।

সময়সূচি অনুসারে আগামী ১৫ মে থেকে আটির আম, ২৫ মে থেকে গোপালভোগ, ৩০ মে থেকে রাণী ও ক্ষিরসাপাত, ২ জুন থেকে লক্ষনভোগ, ১২ জুন থেকে ল্যাংড়া, ১৫ জুন থেকে আম্রপালি, ২৫ জুন থেকে মোহনভোগ, ফজলী ও হাড়িভাঙ্গা, ৫ জুলাই থেকে মল্লিকা, ১০ জুলাই থেকে বারি-৪, ২০ জুলাই থেকে আশ্বিনা এবং ১০ আগস্ট থেকে গৌরমতি আম আহরণ করা যাবে।

এছাড়া ১৫ মে থেকে মোজাফফর জাতের লিচু এবং ২৫ মে থেকে বোম্বাই ও চায়না-৩ জাতের লিচু আহরণের সময়সূচি প্রকাশ করা হয়েছে।

রাসায়নিক পদার্থের অপব্যবহার রোধ করে পরিপক্ব ফল প্রাপ্তি, দীর্ঘ সময় ফল সংরক্ষণ, কষের মাধ্যমে পচন রোধ এবং পরবর্তীতে গাছে কুশি বের হওয়ার জন্যে বোটাসহ আম পাড়তে পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। 

ব্যাগিং পদ্ধতি অনুসরণ করে নিরাপদ আম প্রাপ্তির পরামর্শও দেওয়া হয়েছে।

এএইচ

 

ব্যাংকার প্রতিবেদন

আরও পড়ুন