ঢাকা, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

২ শ্রাবণ ১৪৩২, ২১ মুহররম ১৪৪৭

জনবল নিয়োগ দেবে ইস্টার্ন ব্যাংক, স্নাতক পাসে আবেদন

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ২১:৪৪, ১৬ জুলাই ২০২৫ | আপডেট: ২১:৪৪, ১৬ জুলাই ২০২৫

জনবল নিয়োগ দেবে ইস্টার্ন ব্যাংক, স্নাতক পাসে আবেদন

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি ইস্টার্ন ব্যাংক পিএলসি। ব্যাংকটি ট্রেড অপারেশনস, অপারেশনস বিভাগে ‘অফিসার টু অ্যাসোসিয়েট ম্যানেজার (এও–পিও)’ পদে কর্মকর্তা নিয়োগ দেবে।

সোমবার (১৪ জুলাই) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকটি।

১৫ জুলাই থেকে আবেদন শুরু হয়েছে, আবেদন করার শেষ সময় ২৭ জুলাই। আগ্রহী প্রার্থীরা এ সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। ইস্টার্ন ব্যাংক অফিসার টু অ্যাসোসিয়েট ম্যানেজার (এও–পিও) পদে কতজন নেবে, তা নির্ধারিত নয়।

আবেদনের যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা থাকতে হবে। ন্যূনতম দুই বছর চাকরির অভিজ্ঞতাও থাকতে হবে। আবেদনকারী প্রার্থীর বয়স নির্ধারিত নয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ পদে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। অন্যান্য সুযোগ–সুবিধাও মিলবে ব্যাংকের নীতিমালা অনুযায়ী। এ পদে কেউ চাকরি পেলে তাঁর কর্মস্থল হবে ঢাকা ও চট্টগ্রামে।

আগ্রহী প্রার্থীরা আবেদনের পদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে পারবেন এই  www.ebl.com.bd/career লিংকে।

এএ

ব্যাংকার প্রতিবেদন

আরও পড়ুন