ঢাকা, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

২৪ ভাদ্র ১৪৩২, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.২৯ শতাংশ

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১৭:২১, ৭ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১৭:২২, ৭ সেপ্টেম্বর ২০২৫

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.২৯ শতাংশ

আগস্ট মাসে দেশের সার্বিক পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতি কিছুটা কমে ৮.২৯ শতাংশে দাঁড়িয়েছে। তিন বছরেরও বেশি সময়ের মধ্যে আগস্টে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে মূল্যস্ফীতি। যা জুলাই মাসে ছিল ৮.৫৫ শতাংশ।

রোববার (৭ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

মূলত খাদ্য-বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমার কারণেই সার্বিক মূল্যস্ফীতির এই নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। ২০২৫ সালের জুন মাসে সাধারণ মূল্যস্ফীতির হার ছিল ৮.৪৮ শতাংশ।

বিবিএস’র তথ্যমতে, আগস্টে পয়েন্ট-টু-পয়েন্ট খাদ্য মূল্যস্ফীতি সামান্য বেড়ে ৭.৬০ শতাংশ হয়েছে, যা জুলাই মাসে ছিল ৭.৫৬ শতাংশ। তবে, খাদ্য-বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি আগের মাসের ৯.৩৮ শতাংশ থেকে কমে ৮.৯০ শতাংশে নেমে এসেছে।

একই সময়ে গ্রাম ও শহর উভয় ক্ষেত্রেই মূল্যস্ফীতি কিছুটা কমেছে।

গ্রামীণ এলাকায় আগস্টে সার্বিক মূল্যস্ফীতি কমে হয়েছে ৮ দশমিক ৩৯ শতাংশ। এর মধ্যে খাদ্য খাতে মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৫০ শতাংশ এবং খাদ্যবহির্ভূত খাতে ৯ দশমিক ২৮ শতাংশ।

শহরাঞ্চলে মূল্যস্ফীতির হার গ্রামীণ এলাকার তুলনায় কিছুটা কম। আগস্টে শহরে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ২৪ শতাংশ। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ৮৭ শতাংশ এবং খাদ্যবহির্ভূত খাতে ৮ দশমিক ৪৯ শতাংশ।

এদিকে, স্বল্প আয়ের দক্ষ ও অদক্ষ শ্রমিকদের মজুরি বৃদ্ধির হার সামান্য কমে ৮ দশমিক ১৫ শতাংশে দাঁড়িয়েছে। এর ফলে টানা ৪৩ মাস ধরেই মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির হারের চেয়ে পিছিয়ে রইল, যা নিম্নআয়ের পরিবারগুলোর জীবনযাত্রার ব্যয় সংকটকে আরও তীব্র করে তুলেছে।

এএ

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন