ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ১৮:১২, ১৩ আগস্ট ২০২৫ | আপডেট: ১৮:১৬, ১৩ আগস্ট ২০২৫
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসিতে (এমটিবি) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/অ্যাসোসিয়েট ম্যানেজার’ পদে নিয়োগ দেবে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীরা যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন অনলাইনে। আবেদনের শেষ সময় ১৬ আগস্ট পর্যন্ত।
স্নাতক সমমান অথবা স্নাতকোত্তর সমমান ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। সেই সঙ্গে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে একাডেমিক ক্যারিয়ারে তৃতীয় বিভাগ থাকলে আবেদনের প্রয়োজন নেই।
বেতন শুরু ৩৬ হাজার, ৬ মাস পর ৪৫ হাজার টাকা হবে। অন্যান্য সুবিধা ব্যাংকের নিয়ম অনুযায়ী। উক্ত পদে কতজন নেবে, তা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক।
আবেদনের পদ্ধতিসহ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
এএ
ব্যাংকার প্রতিবেদন