ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ১৮:০৬, ১৯ জুলাই ২০২৫ | আপডেট: ১৮:১৩, ১৯ জুলাই ২০২৫
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি খাতের এনআরবি ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি তাদের ম্যানেজমেন্ট টিমে ট্রেইনি অফিসার (আইটি) পদে নিয়োগ দেবে।
আগ্রহী প্রার্থীদেরকে ৩১ জুলাইর মধ্যে আবেদন করতে হবে।
আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই ইউজিসি অনুমোদিত যেকোনো সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং স্বনামধন্য বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি ও সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। স্নাতক ও স্নাতকোত্তর উভয় প্রোগ্রামে ন্যূনতম প্রথম শ্রেণি বা এর সমতুল্য সিজিপিএ ৩.০০ থাকতে হবে।
তবে যেকোনো একাডেমিক পরীক্ষায় তৃতীয় শ্রেণি বা সমতুল্য সিজিপিএ এই পদে আবেদনের জন্য গ্রহণযোগ্য হবে না। আবেদনকারীর বয়স ৩২ (বত্রিশ) বছরের মধ্য হতে হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রবেশনকালে এ পদে সমন্বিত মাসিক বেতন হবে শুধু ৪০,০০০ (চল্লিশ হাজার) টাকা। ট্রেইনি অফিসারদের জন্য ন্যূনতম ১ (এক) বছরের প্রবেশনকাল থাকবে। সন্তোষজনকভাবে প্রবেশনকাল সম্পন্ন করার পর প্রার্থী অফিসার পদে স্থায়ী হবেন। এ সময় বেতন হবে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা।
আবেদনের বিস্তারি https://www.nrbbankbd.com/career/ এই লিংকে জানতে পারবেন।
এএ
ব্যাংকার প্রতিবেদন