ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫

৮ অগ্রাহায়ণ ১৪৩২, ০১ জমাদিউস সানি ১৪৪৭

ভূমিকম্পে ঢাবির ক্ষতিগ্রস্ত হল ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১২:০২, ২২ নভেম্বর ২০২৫ | আপডেট: ১২:০২, ২২ নভেম্বর ২০২৫

ভূমিকম্পে ঢাবির ক্ষতিগ্রস্ত হল ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

শুক্রবারের ভূমিকম্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বেশ কয়েকটি আবাসিক হল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকজন শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী ঢাবি শিক্ষকদের সংগঠন সাদা দল। 

শনিবার (২২ নভেম্বর) এক বিবৃতিতে ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম এবং অধ্যাপক ড. আবুল কালাম সরকার এ উদ্বেগ জানান।

সাদা দলের নেতারা বলেন, এই ঘটনা বিশ্ববিদ্যালয়ের আবাসন ব্যবস্থার ভঙ্গুরতা ও শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে চরম উদাসীনতার প্রমাণ দেয়। ভূমিকম্পে আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিতে দ্রুত পদক্ষেপ নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান এই শিক্ষক নেতারা।

তারা আরও বলেন, চিকিৎসা-সংক্রান্ত সকল খরচ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেই বহন করতে হবে। ঢাবির অধিকাংশ হল অনেক পুরাতন ও জরাজীর্ণ। এগুলো ভূমিকম্পের মত প্রাকৃতিক দুর্যোগ মোকবিলায় সম্পূর্ণ অনুপযুক্ত। এই বিষয়ে একাধিকবার উদ্বেগ প্রকাশ করা হলেও প্রশাসন কার্যকর পদক্ষেপ নেয়নি বলেও অভিযোগ করে সাদা দল।

অবিলম্বে পুরাতন ও ঝুঁকিপূর্ণ সব আবাসিক হল ভেঙে দ্রুততম সময়ের মধ্যে আধুনিক, ভূমিকম্প-সহনশীল নতুন ভবন নির্মাণের সুস্পষ্ট রোডম্যাপ ও সময়সীমা ঘোষণার দাবী জানায় ঢাবি সাদা দল। 

বিবৃতিতে শিক্ষক নেতারা বলেন, নতুন হল তৈরি না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ হলের শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসের ভেতরেই অস্থায়ী টিনশেড বা প্রিকাস্ট বিল্ডিং তৈরি করে দ্রুত নিরাপদ আবাসনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

তারা আরও জানান, ভূমিকম্পের পরে শিক্ষার্থীরা নিরাপত্তার অভাবে ক্ষোভ প্রকাশ করেছে। অবিলম্বে তাদের নিরাপত্তা ও আবাসন নিশ্চিত করে সেই ক্ষোভ প্রশমনের উদ্যোগ নিতে হবে। শিক্ষার্থীদের ন্যায্য উদ্বেগকে সম্মান জানাতে হবে। 

ভবিষ্যতে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বিশ্ববিদ্যালয়কে সুনির্দিষ্ট ও কার্যকর দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা তৈরি এবং নিয়মিত মহড়া আয়োজনের পরামর্শও দেন সাদা দলের শিক্ষক নেতারা।

বিবৃতিতে আরও বলা হয়, ঢাবি শিক্ষার্থীদের নিরাপত্তা এবং নিরাপদ আবাসন নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অন্যতম প্রধান দায়িত্ব। এই দায়িত্ব পালনে অবহেলা কাম্য নয়। এই বিষয়ে দ্রুততম সময়ে কার্যকর ও সুস্পষ্ট পদক্ষেপ গ্রহণের দাবি জানায় সাদা দল।

এএ

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন


Fatal error: Uncaught mysqli_sql_exception: You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near ') AND bn_content.CategoryID=30 ORDER BY bn_content.ContentID DESC LIMIT 4' at line 1 in /home/t97bk5b2d/public_html/details.php:484 Stack trace: #0 /home/t97bk5b2d/public_html/details.php(484): mysqli_query() #1 {main} thrown in /home/t97bk5b2d/public_html/details.php on line 484