ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫

৮ অগ্রাহায়ণ ১৪৩২, ০১ জমাদিউস সানি ১৪৪৭

নাটোরে পল্লী সঞ্চয় ব্যাংকের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ২১:০০, ২১ নভেম্বর ২০২৫ | আপডেট: ২১:০০, ২১ নভেম্বর ২০২৫

নাটোরে পল্লী সঞ্চয় ব্যাংকের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

নাটোরে পল্লী সঞ্চয় ব্যাংকের দু’দিন ব্যাপী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। 

শুক্রবার (২১ নভেম্বর) সকাল সাড়ে দশটায় নাটোর সদর উপজেলা পরিষদের হল রুমে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচী উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ আদনান।

পল্লী সঞ্চয় ব্যাংক নাটোর জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে এ প্রশিক্ষণের উদ্বোধনী সেশনে বক্তব্য দেন কর্মী ব্যবস্থাপনা বিভাগের সিনিয়র প্রিন্সিপাল অফিসার এনামুল হক। 

নাটোর জেলার সিংড়া, বড়াইগ্রাম, গুরুদাসপুর শাখা এবং রাজশাহী জেলার পুঠিয়া শাখার ৬৪ জন কর্মকর্তা ও কর্মচারী দু’দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন।

আগামীকাল শনিবার এ প্রশিক্ষণ শেষ হবে।

এএ

 

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন