ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

২ মাঘ ১৪৩২, ২৬ রজব ১৪৪৭

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন লোগো উন্মোচন

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ২২:২৫, ৩০ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২২:২৫, ৩০ ডিসেম্বর ২০২৫

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন লোগো উন্মোচন

সংকটে পড়া ৫টি ব্যাংক একীভূত করে গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-এর লোগো অনুমোদন করা হয়েছে। লোগোর নকশায় ইসলামী ব্যাংকিংয়ের মৌলিক দর্শন, আস্থা ও সম্মিলিত অগ্রযাত্রার বার্তা তুলে ধরা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে এই লোগো অনুমোদন হয়। বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত পর্ষদ সভায় ব্যাংকটির চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

নতুন এই লোগো ব্যাংকটির ইসলামী মূল্যবোধ, স্বচ্ছতা ও আধুনিক ব্যাংকিং ব্যবস্থার প্রতিফলন। গ্রাহকদের আস্থা ও সেবার মান আরও বাড়াতে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান পরিচালকরা।

ব্যাংক কর্তৃপক্ষ জানায়, লোগোর নকশায় ইসলামী ব্যাংকিংয়ের মৌলিক দর্শন, আস্থা ও সম্মিলিত অগ্রযাত্রার বার্তা তুলে ধরা হয়েছে। লোগোতে ব্যাংকের প্রতিপাদ্য লিখা হয়েছে, "সম্মিলিত শক্তিতে সমৃদ্ধ আগামী"। অর্থাৎ ভবিষ্যতে শরিয়াহভিত্তিক ব্যাংকিং সেবায় নতুন দিগন্ত উন্মোচনে এই ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

সংকটে থাকা পাঁচটি ব্যাংক একত্রিত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠনের অনুমতি দেয় কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকগুলো হলো– এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক।

নতুন ব্যাংকটির প্রধান কার্যালয় রাজধানীর সেনা কল্যাণ ভবনে স্থাপন করা হয়েছে।

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দিচ্ছে ২০ হাজার কোটি এবং আমানতকারীদের শেয়ার থেকে আসবে বাকি ১৫ হাজার কোটি টাকা। অনুমোদিত মূলধন রাখা হয়েছে ৪০ হাজার কোটি।

এএ

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন