ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

২ মাঘ ১৪৩২, ২৬ রজব ১৪৪৭

নিলামে আরও ৮১ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ২০:৩২, ১২ জানুয়ারি ২০২৬ | আপডেট: ২০:৩৩, ১২ জানুয়ারি ২০২৬

নিলামে আরও ৮১ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

একাধিক নিলামের মাধ্যমে আরও ৮১ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। এ নিয়ে নতুন বছরের ১২ দিনে মোট ৬৯৮ ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক।

আজ সোমবার (১২ জানুয়ারি) ১০টি বাণিজ্যিক ব্যাংক থেকে  প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা দরে কেনা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি মাসে মোট ৬৯৮ মিলিয়ন মার্কিন ডলার কেনা হয়েছে এবং চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত কেনা হয়েছে মোট ৩ হাজার ৮৩৩ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলার।

মার্কিন ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন রোধ এবং প্রবাসী আয় ও রপ্তানি খাতকে পুনরুদ্ধার করার চলমান কৌশলের অংশ হিসেবে এই ডলার কেনা হচ্ছে।

এএ

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন