ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ২২:০৬, ২৩ আগস্ট ২০২৫ | আপডেট: ২২:০৬, ২৩ আগস্ট ২০২৫
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি খাতের এই বাণিজ্যিক ব্যাংকটির ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশনে (আইসি অ্যান্ড সিডি) অফিসার পদে জনবল নিয়োগ দেবে।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে ৬ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন। আর আবেদন শুরু হবে ৩১ আগস্ট ২০২৫ তারিখ থেকে।
আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অভিজ্ঞতায় অডিট ধারণা ও কৌশল, অডিট পর্যবেক্ষণ সম্পর্কে ভালো ধারণা লাগবে। তবে একাডেমিক পড়াশোনায় তৃতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
নির্বাচিত প্রার্থীর বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। মাসিক বেতন ছাড়াও ব্যাংকের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
আবেদনকারীর বয়স ৩১ আগস্ট ২০২৫ তারিখ সর্বোচ্চ ৪০ বছর।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও আবেদনের বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
উল্লেখ্য, শাহজালাল ইসলামী ব্যাংক অফিসার পদে কতজনকে নিয়োগ দেবে, তা নির্ধারিত নয়।
ব্যাংকার প্রতিবেদন