ঢাকা, শনিবার, ০৫ জুলাই ২০২৫

২০ আষাঢ় ১৪৩২, ০৮ মুহররম ১৪৪৭

১৫০ জনকে নিয়োগ দেবে পূবালী ব্যাংক, ২০ জুলাই পর্যন্ত আবেদন

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১৮:৩৮, ২৮ জুন ২০২৫ | আপডেট: ১৮:৩৮, ২৮ জুন ২০২৫

১৫০ জনকে নিয়োগ দেবে পূবালী ব্যাংক, ২০ জুলাই পর্যন্ত আবেদন

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পূবালী ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি সিনিয়র অফিসার পদে ১৫০ জনকে নিয়োগ দেবে। আগামী ২০ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে। 

সম্প্রতি প্রকাশ করা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বর্তমানে ব্যাংকে কর্মরতরাও আবেদনের সুযোগ পাবেন।

আবেদনকারীদের যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হলেই চলবে। এর মধ্যে প্রথম বিভাগ বা শ্রেণি বা সমমানের জিপিএ বা সিজিপিএ থাকতে হবে। এছাড়া পোশাক রপ্তানিতে ন্যূনতম ১ বছরের (ব্যাকওয়ার্ড এবং ফরোয়ার্ড লিংকেজ) অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীদের মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনে দক্ষতা এবং ডেটা বিশ্লেষণের দক্ষতা থাকা দরকার।

আবেদনকারীর বয়সসীমা ৩৫ বছর।

প্রার্থীর কাজের ধরন হবে- বৈদেশিক বাণিজ্য (আমদানি বা রপ্তানি বা রেমিট্যান্স) ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা। রপ্তানি ঋণপত্র যাচাইকরণ এবং এন্টাইটেলমেন্ট অনুসারে পরপর দুটি ঋণপত্র খোলা। রপ্তানি ও আমদানি বিল সম্পর্কিত সব লেনদেনের সঙ্গে-সম্পর্কিত সব ভাউচার প্রস্তুত ও পরীক্ষা করা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচিত প্রার্থীকে সিনিয়র অফিসার পদে নিয়মিত স্কেল প্রদান করা হবে। এক বছরের অস্থায়ী মেয়াদ সফলভাবে সম্পন্ন করার পর প্রার্থীকে চাকরিতে স্থায়ী করা হবে।

আগ্রহী প্রার্থীরা https://www.pubalibangla.com/career এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন।

এএ

ব্যাংকার প্রতিবেদন

আরও পড়ুন