ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ১৭:০৯, ৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৭:১৩, ৬ অক্টোবর ২০২৫
ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলোর (এসএমই) বিদেশি লেনদেন ও ব্যবসায়িক খরচ সহজ করতে নতুন সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে এসএমই উদ্যোক্তারা বছরে সর্বোচ্চ তিন হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা বিদেশে পাঠাতে পারবেন।
সোমবার (৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক এই বিষয়ে নির্দেশনা দিয়ে একটি সার্কুলার জারি করেছে।
নির্দেশনা অনুযায়ী, এসএমই খাতের ব্যয়ের জন্য রেমিট্যান্স ব্যাংকিং চ্যানেল বা আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে পাঠানো যাবে। তবে শর্ত হলো— সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে অবশ্যই এসএমই ফাউন্ডেশনে নিবন্ধিত হতে হবে।
একই সঙ্গে ব্যাংকগুলোকে ‘এসএমই কার্ড’ নামে একটি রিফিলযোগ্য আন্তর্জাতিক কার্ড ইস্যুর অনুমতি দেওয়া হয়েছে। প্রতিষ্ঠান চাইলে তাদের মনোনীত কর্মকর্তার নামে এই কার্ড নিতে পারবে। প্রাথমিকভাবে এই কার্ডে সর্বোচ্চ ৬০০ ডলার পর্যন্ত বৈদেশিক মুদ্রা ছাড় করা যাবে, যা অনলাইনে চলতি প্রকৃতির ব্যবসায়িক খরচ পরিশোধে ব্যবহার করা যাবে।
তবে ব্যাংকিং চ্যানেল ও কার্ড— দুই মাধ্যমে মিলিয়ে বার্ষিক মোট প্রেরণ সীমা তিন হাজার মার্কিন ডলারের বেশি হতে পারবে না।
শিল্প সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগে এসএমই খাতের উদ্যোক্তারা এখন আন্তর্জাতিক লেনদেনে আরও সহজ, দ্রুত ও ঝামেলামুক্তভাবে কাজ করতে পারবেন। এটি দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতের বৈদেশিক ব্যাবসা সম্প্রসারণে নতুন সম্ভাবনা তৈরি করবে বলে আশা করছেন তারা।
এএ
ব্যাংকার প্রতিবেদন