ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ২১:০০, ২ অক্টোবর ২০২৫ | আপডেট: ২১:১৯, ২ অক্টোবর ২০২৫
বিদেশি বিনিয়োগকারীদের জন্য ব্যাংকে হিসাব খোলার প্রক্রিয়া সহজ করা হয়েছে। এখন থেকে অনাবাসী টাকা হিসাব (এনআরটিএ) এবং অস্থায়ী বৈদেশিক মুদ্রা হিসাব (এফসি হিসাব) খোলার পর তাৎক্ষণিকভাবে বাংলাদেশ ব্যাংকে জানাতে হবে না। ব্যাংকগুলোকে ১৪ দিনের মধ্যে প্রয়োজনীয় তথ্য পাঠালেই চলবে।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের জারি করা এক সার্কুলারে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
এতে বলা হয়, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং প্রক্রিয়া সহজ করতে এই নিয়ম শিথিল করা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, বিদেশি বিনিয়োগের অর্থ স্থানীয় মুদ্রায় রূপান্তর করা যাবে অথবা সর্বোচ্চ এক বছরের জন্য বৈদেশিক মুদ্রায়ও রাখা যাবে। যদি ওই অর্থ স্থানীয় মুদ্রায় রূপান্তর করা হয়, তাহলে বিনিয়োগকারীরা অনলাইনে 'ফরম-সি' জমা দিতে পারবেন এবং কোম্পানি গঠনের ১৪ দিনের মধ্যে নির্ধারিত কাগজে স্বাক্ষর করতে হবে।
এতে আরও বলা হয়েছে, যদি কোনো কারণে প্রস্তাবিত বিনিয়োগ দেশে নিবন্ধিত না হয়, তবে প্রয়োজনীয় খরচ মেটানোর পরে হিসাবের স্থিতি বিদেশে নিতে পারবেন। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন প্রয়োজন হবে না।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা মনে করছেন, এই সিদ্ধান্ত ব্যাংকগুলোকে বিদেশি বিনিয়োগ সংক্রান্ত হিসাব খোলায় আরও উৎসাহিত করবে এবং বিদেশি উদ্যোক্তাদের জন্য বিনিয়োগের পথ আরও সহজ হবে।
সরকারের নেওয়া বিনিয়োগবান্ধব নীতির ধারাবাহিকতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এএ
ব্যাংকার প্রতিবেদন