ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ১৭:৪৭, ৯ জুলাই ২০২৫ | আপডেট: ১৭:৫১, ৯ জুলাই ২০২৫
বাণিজ্যের আড়ালে অর্থপাচার বন্ধে বাণিজ্যিক ব্যাংকগুলোকে কড়া নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। যেকোনো মূল্যে আন্ডার ইনভয়েসিং ও ওভার ইনভয়েসিং বন্ধে বাণিজ্যিক ব্যাংকগুলোকে কড়াকড়ি নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত ব্যাংকার্স সভায় এসব নির্দেশনা দেওয়া হয়।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আগেও অর্থপাচার রোধে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সেজন্য নতুন করে নির্দেশনা দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক বলেছে, এসব অপরাধের কারণে দেশের অর্থনীতি বড় ক্ষতির মুখে পড়ছে।
অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের নিয়ে এই প্রথম ব্যাংকার্স সভা অনুষ্ঠিত হলো। গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর, বিভিন্ন বিভাগের নির্বাহী পরিচালক ও দেশের সব বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক।
সভায় ব্যাংক খাতকে স্থিতিশীল ও আগের চেয়ে শক্তিশালী করতে একাধিক নির্দেশনা দেন গভর্নর।
এছাড়া সভায় জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিবার এবং আহতদের সহায়তায় একটি ফান্ড গঠনের কথাও জানানো হয়। এই ফান্ডে বাংলাদেশ ব্যাংক নিজস্ব অর্থ থেকে অবদান রাখবে এবং আরও কয়েকটি ব্যাংক অংশ নেবে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, এই ফান্ডের আকার হবে প্রায় ২৫ কোটি টাকা।
এএ
ব্যাংকার প্রতিবেদন