ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

২ শ্রাবণ ১৪৩২, ২১ মুহররম ১৪৪৭

পদত্যাগ করলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১৭:৪৮, ১৭ জুলাই ২০২৫ | আপডেট: ১৮:০৬, ১৭ জুলাই ২০২৫

পদত্যাগ করলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ পদত্যাগ করেছেন। 

আজ বৃহস্পতিবার তিনি পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগপত্র জমা দেন। 

এর আগে গত ৩ জুলাই কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহম্মদ ডেকে তাকে পদত্যাগ করতে বলেন।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ২২ আগস্ট ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে দেয় কেন্দ্রীয় ব্যাংক। পাঁচ সদস্যের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান করা হয় বিগত সরকারের সময়ে রাষ্ট্রীয় মালিকানার সোনালী ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করা ওবায়েদ উল্লাহ আল মাসুদকে।

তবে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়ার পর ওবায়েদ উল্লাহর বিরুদ্ধে নানা অনিয়ম ও সুবিধা গ্রহণের অভিযোগ পায় বাংলাদেশ ব্যাংক। এরপর গত ৩ জুলাই বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের (বিআরপিডি) দায়িত্বপ্রাপ্ত ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদকে জরুরি ভিত্তিতে ডেকে পাঠান। ওই সময় তাঁকে পদত্যাগ করতে বলা হয়। 

সূত্র বলছে, ওবায়েদ উল্লাহ আল মাসুদ পদে থাকার জন্য বিভিন্ন মহলে লবিং করছিলেন। এমন প্রেক্ষাপটে ১৫ জুলাই তার ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব চেয়ে চিঠি দেয় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। 

পরদিন, ১৬ জুলাই ইসলামী ব্যাংকে বিশেষ তদন্ত অভিযান চালায় সংস্থাটি। অভিযানে গত আগস্ট থেকে মাসুদের নেওয়া সুবিধাগুলোর তথ্য সংগ্রহ করা হয়।

তদন্তে জানা যায়, মাসুদ সম্প্রতি এক মাসের জন্য যুক্তরাষ্ট্রে সফরে যান—তবে বিষয়টি ব্যাংকের পরিচালনা পর্ষদে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেননি। কেবল মৌখিকভাবে জানান, একটি আন্তর্জাতিক ব্যাংকের সঙ্গে ‘ক্রেডিট লাইন’ ইস্যুতে বৈঠকে অংশ নেবেন। অথচ এই ধরনের বিষয়ে ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বৈঠক করে, চেয়ারম্যানের অংশগ্রহণের বিধান নেই।

গতকাল  বুধবার (১৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর ও ডেপুটি গভর্নরদের সঙ্গে দেখা করতে যান ওবায়েদ উল্লাহ মাসুদ। সেখানে প্রবেশ গেটের ওয়েটিং রুমে দীর্ঘ সময় অধীর প্রতীক্ষায় বসেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত কারও সঙ্গে দেখা করার অনুমতি মেলেনি। পরে হতাশ মন নিয়ে ফিরে যান তিনি। এর কয়েক ঘণ্টা যেতে না যেতেই আসলো পদত্যাগের ঘোষণা।

এদিকে, ব্যাংকটিতে সম্প্রতি নতুন করে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জোবায়দুর রহমানকে। তাকে চেয়ারম্যান করার বিষয়ে গুঞ্জন রয়েছে।

এএ

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন