ঢাকা, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫

৬ ভাদ্র ১৪৩২, ২৭ সফর ১৪৪৭

পোশাক শিল্পের উন্নয়নে বিজিএমইএ-ইন্টারটেকের অঙ্গীকার

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ০৯:৫৭, ২১ আগস্ট ২০২৫ | আপডেট: ০৯:৫৭, ২১ আগস্ট ২০২৫

পোশাক শিল্পের উন্নয়নে বিজিএমইএ-ইন্টারটেকের অঙ্গীকার

আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণকারী সংস্থা ইন্টারটেক বাংলাদেশের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ব্যবস্থাপনা পরিচালক অজয় কাপুর এবং বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খানের মধ্যে একটি ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে উভয় পক্ষই পোশাক শিল্পের অগ্রগতি এবং মান উন্নয়নে এক সঙ্গে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

বুধবার অনুষ্ঠিত বৈঠকের উদ্দেশ্য ছিল পোশাক শিল্পে চলমান চ্যালেঞ্জ মোকাবিলা, টেকসই ব্যবসায়িক পরিবেশ তৈরি এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি।

উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে অনুষ্ঠিত বৈঠকে আরো উপস্থিত ছিলেন বিজিএমইএ’র পরিচালক নাফিস-উদ-দৌলা, পরিচালক জোয়ারদার মোহাম্মদ হোসনে কমার আলম এবং রেসপনসিবল বিজনেস হাবের কো-অর্ডিনেটর শেখ সুচিতা জাহান স্নেহা।

বৈঠকে ইন্টারটেকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দক্ষিণ এশিয়ার আঞ্চলিক চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আশীষ গুপ্ত, কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর নেয়ামুল হাসান এবং হেড অফ সেলস, বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড সিআরএম আলিজা সুলতানা।

বৈঠকে বিজিএমইএ’র সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান পোশাক শিল্পের বর্তমান অবস্থা এবং ইন্টারটেকের কাছ থেকে তাদের প্রত্যাশা তুলে ধরেন। বিশেষ করে, ইন্টারটেকের অ্যাসিউরেন্স, টেস্টিং, ইন্সপেকশন, এবং সার্টিফিকেশন (এটিআইসি) পরিষেবা ব্যবহার করে সাপ্লাই চেইন জুড়ে কীভাবে আরো বেশি সহযোগিতা পাওয়া সম্ভব, সে বিষয়ে আলোচনা হয়।

তিনি বলেন, ‘পোশাক খাতকে আরো টেকসই করতে, বিশেষ করে এসএমই প্রতিষ্ঠানগুলোর জন্য বিজিএমইএ প্রযুক্তিগত ক্ষেত্র, যেমন ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার এবং শ্রমিক ও ব্যবস্থাপনা কর্মীদের জন্য নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করতে ইন্টারটেকের সঙ্গে কাজ করতে আগ্রহী। এইসব পরিষেবাগুলো মূলত বাংলাদেশের পোশাক শিল্পকে আন্তর্জাতিক বাজারে আরো প্রতিযোগিতামূলক ও বিশ্বস্ত করে তুলতে সাহায্য করবে।’

তিনি পোশাক শিল্পে সামাজিক ও পরিবেশগত মানদণ্ডের জন্য একটি সমন্বিত মানদণ্ড প্রতিষ্ঠার প্রতি বিজিএমইএ’র দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং এ ব্যাপারে ইন্টারটেক’র সহযোগিতা কামনা করেন।

বৈঠকে উভয় পক্ষই পোশাক শিল্পের অগ্রগতি এবং মান উন্নয়নে এক সঙ্গে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। উভয় পক্ষই একমত হয়েছে যে, সাপ্লাই চেইনকে আরো স্বচ্ছ ও টেকসই করার জন্য ঘনিষ্ঠ সহযোগিতা ও জ্ঞান বিনিময়সহ সম্মিলিত প্রচেষ্টা গ্রহণ খুবই গুরুত্বপূর্ণ।

বিজিএমইএ’র সিনিয়র সহ-সভাপতি পোশাক খাতে ইন্টারটেকের দীর্ঘদিনের অবদানকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতের নতুন সহযোগিতার ক্ষেত্রগুলো অনুসন্ধানের ওপর জোর দেন।

অজয় কাপুর বলেন, ‘বাংলাদেশের পোশাক শিল্প বিশ্ববাজারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিজিএমইএ’র সঙ্গে আমাদের অংশীদারিত্ব আরো জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য হলো বিজিএমইএ’র সদস্যদেরকে বিশ্বমানের পরিষেবা প্রদান করে তাদের ব্যবসায়িক মান ও দক্ষতা বৃদ্ধি করা।’

উভয় সংস্থা ভবিষ্যতে এক সঙ্গে কাজ করার জন্য আরো নতুন সুযোগ অন্বেষণে সম্মত হয়েছে।

 

ব্যাংকার প্রতিবেদন

আরও পড়ুন