ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ১৭:৫৭, ২৩ আগস্ট ২০২৫ | আপডেট: ১৯:২২, ২৩ আগস্ট ২০২৫
বাংলাদেশে আরও ৩টি নতুন কারখানা লিড (এলইইডি) সনদ অর্জন করেছে। এর ফলে দেশে এলইইডি সনদপ্রাপ্ত কারখানার সংখ্যা দাঁড়াল ২৬১টিতে। এর মধ্যে ১০৯টি প্লাটিনাম, ১৩৩টি গোল্ড এবং ১৫টি সিলভার সার্টিফায়েড কারখানা।
সর্বশেষ যুক্ত হওয়া কারখানা তিনটি হলো- ফয়সল স্পিনিং মিলস লিমিটেড ইউনিট-১, ইউনিট-২ ও ইউনিট-৩। তিনটিই সিলভার স্তরের সার্টিফিকেশন পেয়েছে। কারখানা তিনটির অবস্থান: নয়াপাড়া, সাইহামনগর, মাধবপুর।
নতুন করে লিড সনদ অর্জন করা ফয়সাল স্পিনিং মিলস লিমিটেড ইউনিট ১, ঠিকানা : নোয়াপাড়া, সায়হামনগর, মাধবপুর, হবিগাঁ, হবিগঞ্জ, বাংলাদেশ, ৩৩৩৩। ৫৮ পয়েন্ট পেয়ে এটি সিলভার সনদ পেয়েছে। ইউনিট ২, ঠিকানা : নোয়াপাড়া, সায়হামনগর, মাধবপুর, হবিগাঁ, হবিগঞ্জ, বাংলাদেশ, ৩৩৩৩। এটিও ৫৮ পয়েন্ট পেয়ে সিলভার সনদ অর্জন করেছে। ইউনিট ৩, ঠিকানা : নোয়াপাড়া, সায়হামনগর, মাধবপুর, হবিগাঁ, হবিগঞ্জ, বাংলাদেশ, ৩৩৩৩। এই কারখানাও ৫৮ পেয়েন্ট পেয়ে সিলভার সনদ লাখ করেছে।
এ অর্জনকে বাংলাদেশের জন্য একটি মাইলফলক মুহূর্ত হিসেবে দেখছেন শিল্প সংশ্লিষ্টরা। তারা বলছেন, এটি পরিবেশবান্ধব আরএমজি শিল্প গঠনের প্রতি দেশের অঙ্গীকারের শক্ত প্রমাণ।
যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) থেকে এই পরিবেশবান্ধব সনদ পেয়েছে কারখানা তিনটি। এ সনদ পাওয়ার জন্য কিছু শর্ত পরিপালন করতে হয়। মোট ১০০ নম্বরের মধ্যে কোনো কারখানা ৮০-এর বেশি পেলে ‘লিড প্লাটিনাম’, ৬০-৭৯ পেলে ‘লিড গোল্ড’, ৫০-৫৯ নম্বর পেলে ‘লিড সিলভার’ ও ৪০-৪৯ নম্বর পেলে ‘লিড সার্টিফায়েড’ সনদ দেওয়া হয়।
একটি ‘গ্রিন ফ্যাক্টরি’ বা পরিবেশবান্ধব কারখানা হলো এমন একটি স্থাপনা যা নির্মাণ, কার্যক্রম এবং রক্ষণাবেক্ষণের প্রতিটি পর্যায়ে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব হ্রাস করে এবং প্রাকৃতিক সম্পদের দক্ষ ব্যবহার নিশ্চিত করে। এ ধরনের কারখানা নির্মাণে শক্তি ও পানি সাশ্রয়, বায়ুদূষণ কমানো, টেকসই উপকরণ ব্যবহার, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং কর্মীদের জন্য স্বাস্থ্যকর ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
এই ধরনের পরিবেশবান্ধব নীতিমালা ও মানদণ্ড পূরণ করলেই কোনো কারখানাকে পরিবেশবান্ধব সনদ দেওয়া হয়।
এএ
ব্যাংকার প্রতিবেদন