ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ১৭:১৫, ২১ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১৭:১৫, ২১ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ৪২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৩-২০২৪ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট উপস্থাপন ও অনুমোদন করা হয়।
শনিবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান।
সভায় বিজিএমইএ’র বর্তমান পরিচালনা পর্ষদের সহ-সভাপতি ও পরিচালকবৃন্দ, সাবেক সহ-সভাপতি ও পরিচালকবৃন্দ, বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির সদস্যগণ এবং সংগঠনের সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ২০২৩-২০২৪ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদন করা হয় এবং ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট উপস্থাপন ও অনুমোদন করা হয়। একইসাথে ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য নিরীক্ষকও নিয়োগ করা হয় বলে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান তার বক্তব্যে পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতি, গত তিন মাসে তার পর্ষদ কর্তৃক গৃহীত বিভিন্ন উদ্যোগ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরেন।
বিজিএমইএ'র সহ-সভাপতি (অর্থ) মিজানুর রহমান সংগঠনের ২০২৩-২০২৪ অর্থবছরের আর্থিক প্রতিবেদন ও নতুন অর্থবছরের বাজেট উপস্থাপন করেন।
সভায় শিল্পের বিদ্যমান চ্যালেঞ্জসমূহ মোকাবেলায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
উল্লেখ্য, ২০২৩-২০২৪ অর্থবছরের এজিএম পূর্ববর্তী পরিচালনা পর্ষদের সময় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে তারা তাদের মেয়াদ পূর্ণ করতে না পারায় এবং প্রায় আট মাস সমিতিতে সরকার কর্তৃক নিয়োজিত প্রশাসকের মাধ্যমে পরিচালিত হওয়ায় সময়মতো সভাটি অনুষ্ঠিত হতে পারেনি।
এই প্রেক্ষাপটে দায়িত্ব গ্রহণের পর বর্তমান পরিচালনা পর্ষদ স্বচ্ছতা ও সদস্যদের প্রতি জবাবদিহিতা নিশ্চিত করার প্রতীক হিসেবে দ্রুততম সময়ে এ সভার আয়োজন করে।
এএ
ব্যাংকার প্রতিবেদন