ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ১৪:৪২, ১ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১৪:৪৩, ১ সেপ্টেম্বর ২০২৫
পুঁজিবাজারে তালিকাভুক্ত রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসির পরিচালনা পর্ষদ গত ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে।
সোমবার (১ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানির এ লভ্যাংশ ঘোষণার তথ্য জানানোর পাশাপাশি চলতি হিসাব বছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের সার সংক্ষেপ প্রকাশ করা হয়েছে।
এর আগে রোববার (৩১ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়।
একইসঙ্গে কোম্পানির চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম (জানুয়ারি-মার্চ) ও দ্বিতীয় (এপ্রিল-জুন) প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। ওই প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৩০ জনু পর্যন্ত কোম্পানির জীবন বিমা তহবিলের আকার বেড়েছে।
কোম্পানিটি জানায়, সর্বশেষ হিসাব বছরের জন্য ঘোষিত লভ্যাংশ এবং চলতি বছরের অন্যান্য এজেন্ডাসমূহে বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ৩ নভেম্বর সকাল ১০টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে তারা। এ সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ সেপ্টেম্বর।
লভ্যাংশ ঘোষণার কারণে আজ স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির শেয়ার দর উত্থান-পতনের ক্ষেত্রে সার্কিট ব্রেকার থাকছে না। অর্থাৎ আজ কোম্পানির শেয়ারের দর যতটা সম্ভব বৃদ্ধি কিংবা হ্রাস পেতে পারবে।
কোম্পানিটি ২০২৩ হিসাব বছরের জন্য ১২ শতাংশ নগদ, ২০২২ হিসাব বছরের জন্য ১১ শতাংশ নগদ এবং ২০২১ হিসাব বছরের জন্য ১৮ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে শেয়ারহোল্ডারদের।
এদিকে, চলতি বছরের ৩০ জুন শেষে কোম্পানির জীবন বিমা তহবিলের আকার বেড়ে হয়েছে ৪৭৯ কোটি ৮১ লাখ ৩০ হাজার টাকা। গত বছরের ৩০ জুন শেষে যা ছিল ৪৭৬ কোটি ৪১ লাখ ৯০ হাজার টাকা। অর্থাৎ বছরের ব্যবধানে কোম্পানির জীবন বিমা তহবিল বেড়েছে ৩ কোটি ৩৯ লাখ ৪০ হাজার টাকা।
এএ
ব্যাংকার প্রতিবেদন