ঢাকা, মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

২১ আশ্বিন ১৪৩২, ১৩ রবিউস সানি ১৪৪৭

চার্টার্ড লাইফের নতুন চেয়ারম্যান নুরুল আকতার, ভাইস চেয়ারম্যান গোলাম মুস্তাফা

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১৯:০১, ৩০ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১৯:০২, ৩০ সেপ্টেম্বর ২০২৫

চার্টার্ড লাইফের নতুন চেয়ারম্যান নুরুল আকতার, ভাইস চেয়ারম্যান গোলাম মুস্তাফা

চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন প্রকৌশলী মো. নুরুল আকতার এবং ভাইস চেয়ারম্যান হয়েছেন গোলাম মুস্তাফা। 

কোম্পানির পরিচালনা পর্ষদের ৯৫তম সভায় সোমবার (২৯ সেপ্টেম্বর) তাদের এই পদের জন্য নির্বাচন করা হয়।

প্রকৌশলী মো. নুরুল আকতার দেশের বৃহৎ ব্যবসায়িক গ্রুপ ও শীর্ষ প্রকৌশল প্রতিষ্ঠান এনার্জিপ্যাক গ্রুপের একজন উদ্যোক্তা এবং চার্টার্ড লাইফের প্রতিনিধি পরিচালক। পাশাপাশি তিনি এনার্জিপ্যাক ইলেকট্রনিকস লিমিটেডে ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে বীর মুক্তিযোদ্ধা গোলাম মুস্তফা একজন সফল উদ্যোক্তা ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি প্রান্তিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন। গোলাম মুস্তফা একজন খ্যাতিমান রোটারিয়ান ও বিশ্বব্যাংকের ফেলো। তিনি রোটারি ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ওপর বেশ কয়েকটি বই লিখেছেন।

এএ

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন