ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ১৯:৪৯, ১৮ মে ২০২৫ | আপডেট: ১৯:৪৯, ১৮ মে ২০২৫
ইউনিভার্সাল পেনশন স্কিমের (ইউপিএস) আওতায় মাসিক চাঁদা সংগ্রহে সহযোগিতার লক্ষ্যে সাউথইস্ট ব্যাংক পিএলসি এবং জাতীয় পেনশন কর্তৃপক্ষের (এনপিএ) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান আয়োজিত হয়। এতে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তিতে সাউথইস্ট ব্যাংক পিএলসির পক্ষে স্বাক্ষর করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবিদুর রহমান চৌধুরী ও জাতীয় পেনশন কর্তৃপক্ষের পক্ষে স্বাক্ষর করেন নির্বাহী চেয়ারম্যান মো. মহিউদ্দীন খান।
চুক্তির মাধ্যমে সাউথইস্ট ব্যাংক পিএলসি তাদের বিভিন্ন ডিজিটাল প্লাটফর্ম এবং শাখা নেটওয়ার্ক ব্যবহার করে ইউনিভার্সাল পেনশন স্কিমে রেজিস্ট্রেশন ও চাঁদা প্রদানের কার্যক্রম চালু করতে পারবে। এতে দেশের সাধারণ মানুষের জন্য এ সেবা আরও সহজ, নিরাপদ ও সুবিধাজনক হবে। —বিজ্ঞপ্তি
এএ
ব্যাংকার প্রতিবেদন