ঢাকা, মঙ্গলবার, ২০ মে ২০২৫

৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ জ্বিলকদ ১৪৪৬

নতুন তিন ধরনের কার্ড চালু করল মার্কেন্টাইল ব্যাংক

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ২৩:০০, ১৮ মে ২০২৫ | আপডেট: ২৩:০১, ১৮ মে ২০২৫

নতুন তিন ধরনের কার্ড চালু করল মার্কেন্টাইল ব্যাংক

মাস্টারকার্ডের সঙ্গে যুক্ত হয়ে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি নতুন তিন ধরনের কার্ডসেবা চালু করেছে।

এ উপলক্ষ্যে শনিবার (১৭ মে) রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। 

এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. জাকির হোসেন চৌধুরী ও মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান মো. আনোয়ারুল হক। 

অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেন, কার্ডে লেনদেন করলে প্রতিটি ধাপ যথাযথভাবে অনুসরণ করা যায়। এ ধরনের লেনদেনে স্বচ্ছতা এবং ব্যাংক–গ্রাহকের দায়বদ্ধতা নিশ্চিত করা যায়।

ডেপুটি গভর্নর জাকির হোসেন চৌধুরী বলেন, মার্কেন্টাইল ব্যাংকের এ ধরনের সেবা চালু করাকে আমরা সাধুবাদ জানাই। ডিজিটাল লেনদেনে গুরুত্ব দেওয়ার পাশাপাশি সাইবার নিরাপত্তা, তথ্য সুরক্ষা ও গ্রাহকের অধিকার রক্ষার দায়িত্বও সমানভাবে পালন করতে হবে ব্যাংকগুলোকে।

ব্যাংকের এমডি মতিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, মার্কেন্টাইল ব্যাংকের ডিএমডি ও সিবিও ড. মো. জাহিদ হোসেন এবং সিএফও ড. তাপস চন্দ্র পাল। 

এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান আকরাম হোসেন (হুমায়ুন), নির্বাহী কমিটির চেয়ারম্যান এমএ খান বেলাল, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আউয়াল, পরিচালক মোশাররফ হোসেন, ডিএমডি মো. জাকির হোসাইন ও শামীম আহম্মদ, হেড অব কার্ডস মোস্তাফিজুর রহমান এবং মাস্টারকার্ড বাংলাদেশের পরিচালক জাকিয়া সুলতানা। 

উল্লেখ্য, নতুন কার্ড পোর্টফোলিওতে রয়েছে মাস্টারকার্ড টাইটেনিয়াম ক্রেডিট কার্ড, ওয়ার্ল্ড মাস্টারকার্ড ক্রেডিট কার্ড, মাস্টারকার্ড ডেবিট কার্ড, মাস্টারকার্ড প্লাটিনাম গ্লোবাল ডেবিট কার্ড এবং একটি মাস্টারকার্ড প্রিপেইড কার্ড। 

এসব কার্ডে সংযুক্ত রয়েছে ‘কন্ট্যাক্টলেস প্রযুক্তি’, ‘ডুয়াল কারেন্সি বা দ্বৈত মুদ্রা’ সুবিধা ও ‘দ্বিস্তরবিশিষ্ট’ নিরাপত্তাব্যবস্থা। মার্কেন্টাইল ব্যাংকের গ্রাহকদের মধ্যে যাঁরা মাস্টারকার্ড ব্যবহার করবেন তাঁরা ভ্রমণ, লাইফস্টাইল ও রেস্তোরাঁয় খাওয়ার ক্ষেত্রে বিশেষ ছাড় পাবেন। এ ছাড়া এসব কার্ডে দেশ ও বিদেশের মাস্টারকার্ডের এটিএম থেকে নগদ টাকা তোলার সুবিধাও পাওয়া যাবে।—বিজ্ঞপ্তি

এএ

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন