ঢাকা, মঙ্গলবার, ২০ মে ২০২৫

৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ জ্বিলকদ ১৪৪৬

কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আসন্ন বাজেটে আইটিইটি’র ১৪ প্রস্তাব

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১৯:৪৯, ৮ মে ২০২৫ | আপডেট: ১৯:৪৯, ৮ মে ২০২৫

কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আসন্ন বাজেটে আইটিইটি’র ১৪ প্রস্তাব

আসন্ন ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেটে টেক্সটাইল খাতকে প্রসারের মাধ্যমে বিপুল কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১৪টি প্রস্তাব দিয়েছে দি ইন্সটিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এন্ড টেকনোলজিস্টস (আইটিইটি)।

আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের সংগঠন ‘আইটিইটি’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব প্রস্তাব উপস্থাপন করা হয়।

সংবাদ সম্মেলনে, গ্যাসের মূল্য পুনঃমূল্যায়ন করে ২০২৩ সালের পূর্বের ধার্যকৃত মূল্য পূনঃনির্ধারণ করা, আসন্ন বাজেটে পেট্রোবাংলাকে প্রয়োজনীয় ভতুর্কী প্রদান এবং গ্যাসের বাধাহীন সরবরাহ নিশ্চিতের জন্য সময়মতো প্রয়োজনীয় এলএনজি আমদানি করে সরবরাহ নিশ্চিতের জন্য বিশেষভাবে বরাদ্দ প্রদান করার দাবি জানিয়েছে সংগঠনটি।

এছাড়া ইঞ্জিনিয়ারদের এ সংগঠনটি দাবির মধ্যে আছে- টাকা পাচার রোধ এবং দেশে বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে রফতানিমুখী শিল্পে বিনা বাধায় অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ করে দেয়া, পোশাক রফতানিতে শুল্ক কমানো, বস্ত্র শিল্পে ওয়ার্ক পারমিট ব্যতীত বিদেশি নিয়োগ বন্ধ, রফতানিমুখী বস্ত্র শিল্পখাতের জন্য ব্যাংক সুদের হার সর্বোচ্চ ১০ শতাংশ করে অন্যান্য ব্যাংকিং চার্জ কমিয়ে সহনীয় মাত্রায় আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা, রাসায়নিক এবং ডাইস্টাফ আমদানির জন্য জটিল ট্যারিফ কাঠামো বাতিল করে একটি ফ্ল্যাট রেট চালু করা, টেক্সটাইল শিক্ষা ও গবেষণার কাজে বিশেষ বরাদ্দ।

তুলা উৎপাদনের জন্য তুলা উন্নয়ন বোর্ডের মাধ্যমে পরিকল্পনা প্রণয়ন করে স্থানীয়ভাবে তুলা উৎপাদনের উদ্যোগ গ্রহণ করাসহ প্রতিযোগিতামূলক বিশ্বে রফতানিমুখী টেক্সটাইল ও গার্মেন্টস খাতকে টিকিয়ে রাখার জন্য বর্তমান প্রচলিত প্রণোদনা পণ্যভেদে শতকরা ১০-২০ ভাগে উন্নতি করা, বন্ডের ওয়্যারহাউজের নীতিমালার পরিবর্তন করা, সব কারখানাকেই সোলার সিস্টেমের মধ্যে নিয়ে আসতে সোলার প্যানেল আমদানির ক্ষেত্রে  কারখানাগুলোকে ট্যাক্স হলিডের আওতায় আনা, শিল্প মূল্যায়নের জন্য টাস্কফোর্স গঠন, বাংলাদেশের বিভিন্ন দূতাবাসগুলোতে কমার্শিয়াল উইং এ ন্যূনতম একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার নিয়োগ করা, সরকারি উদ্যোগে ডাইস-ক্যামিক্যাল ও মেশিন ম্যানুফেকচারিং প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের ব্যবস্থা করার প্রস্তাব করে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে আইটিইটি’র আহ্বায়ক এহসানুল করিম কায়সার, সদস্য সচিব মো. এনায়েত হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এএ

 

ব্যাংকার প্রতিবেদন

আরও পড়ুন