ঢাকা, মঙ্গলবার, ২০ মে ২০২৫

৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ জ্বিলকদ ১৪৪৬

পদত্যাগ করলেন পদ্মা অয়েল কোম্পানির এমডি

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ২৩:০৩, ১৫ মে ২০২৫ | আপডেট: ২৩:০৩, ১৫ মে ২০২৫

পদত্যাগ করলেন পদ্মা অয়েল কোম্পানির এমডি

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইঞ্জিনিয়ার মো. আব্দুস সোবহান পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার বিপিসি’র সচিব (উপসচিব) শাহিনা সুলতানা বলেন, পদ্মা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সোবহানের পদত্যাগপত্র প্রক্রিয়াধীন রয়েছে। কার্যপ্রণালী অনুসারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনের মাধ্যমে তার পদত্যাগের বিষয়টি সম্পন্ন করা হবে।

তিনি আরও বলেন, আমি গতকাল ডাক বিভাগ থেকে পদত্যাগপত্র পেয়েছি। বিপিসিতে পাঠানো পদত্যাগপত্রে ৮ মে স্বাক্ষর করেছেন ইঞ্জিনিয়ার মো. আব্দুস সোবহান।

মো. আবদুস সোবহান এর আগে এলপি গ্যাস লিমিটেডের (এলপিজিএল) ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। গত বছরের ১৪ আগস্ট এক অফিস আদেশে তাকে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের (পিওসিএল) ব্যবস্থাপনা পরিচালক পদে বদলি করা হয়।

এএ

 

ব্যাংকার প্রতিবেদন

আরও পড়ুন