ঢাকা, মঙ্গলবার, ২০ মে ২০২৫

৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ জ্বিলকদ ১৪৪৬

এবি ব্যাংকের চেয়ারম্যান হয়েছেন মো. ফজলুর রহমান

প্রকাশ: ১৬:৫২, ৭ মে ২০২৫ | আপডেট: ১৭:৪২, ৭ মে ২০২৫

এবি ব্যাংকের চেয়ারম্যান হয়েছেন মো. ফজলুর রহমান

মো. ফজলুর রহমান

এবি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. ফজলুর রহমান। এর আগে তিনি এ ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেছেন।

মো. ফজুলুর রহমান ব্যাংকিং বিষয়ে এমবিএ সম্পন্ন করেছেন। তিনি একজন চারর্টার্ড অ্যাকাউন্টেন্টও। ব্যাংকিং অপারেশন্স, ফিনান্সিয়াল অ্যানালিস্ট ও স্ট্রাটেজি প্ল্যানিংয়ে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। বিশেষত স্বল্পমেয়াদি বাজারের পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় মো. ফজলুর রহমানের নেতৃত্ব কার্যকর প্রমাণিত হয়েছে। দীর্ঘদিনের কর্মজীবনে স্বীয় প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতেও সক্ষম হয়েছেন তিনি।   

/আআ

আরও পড়ুন