ঢাকা, মঙ্গলবার, ২০ মে ২০২৫

৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ জ্বিলকদ ১৪৪৬

উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১৮:১৭, ৮ মে ২০২৫ | আপডেট: ১৮:১৯, ৮ মে ২০২৫

উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

প্রান্তিক, কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) উদ্যোক্তাদের আধুনিক ব্যবসায়িক জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি।

সম্প্রতি কেন্দ্রীয় সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর (এমওইউ) করে ব্যাংকটি। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডেপুটি গভর্নর নুরুন নাহার। এছাড়া বাংলাদেশ ব্যাংক ও প্রাইম ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কমপিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’ প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নে অর্থায়ন করছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)।।

প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণকারীরা আর্থিক সাক্ষরতা, অ্যাকাউন্টিং (বুক কিপিং), ডকুমেন্টেশন, প্রডাক্ট মার্কেটিং এবং ব্যবস্থাপনার মতো বিষয়গুলোতে হাতে-কলমে প্রশিক্ষণ পাবেন। উদ্যোক্তাদের প্রাতিষ্ঠানিক ব্যাংকিং সেবার আওতায় আনতে অভিজ্ঞ ট্রেইনার ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা প্রশিক্ষণ দেবেন।

প্রাইম ব্যাংক জানায়, এই প্রকল্পের আওতায় অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করবে তারা। ২০২৭ সালের মধ্যে উদ্যোক্তা তৈরি ও অর্থায়নে সক্ষমতা বাড়ানোই এই কার্যক্রমের মূল লক্ষ্য

এএ

ব্যাংকার প্রতিবেদন

আরও পড়ুন