ঢাকা, রোববার, ২৭ জুলাই ২০২৫

১১ শ্রাবণ ১৪৩২, ০১ সফর ১৪৪৭

কমিউনিটি ব্যাংকের সঙ্গে ওয়েস্টিন ও শেরাটন হোটেলের চুক্তি স্বাক্ষর

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১৬:৫৯, ২২ জুলাই ২০২৫ | আপডেট: ১৬:৫৯, ২২ জুলাই ২০২৫

কমিউনিটি ব্যাংকের সঙ্গে ওয়েস্টিন ও শেরাটন হোটেলের চুক্তি স্বাক্ষর

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টের অঙ্গীভূত প্রতিষ্ঠান দ্য ওয়েস্টিন ঢাকা ও শেরাটন ঢাকার সঙ্গে স্ট্রাটেজিক ব্যবসা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ জুলাই, ২০২৫) শেরাটন ঢাকাতে এ চুক্তি হয়।

অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত এবং দ্য ওয়েস্টিন ঢাকা ও শেরাটন ঢাকার জেনারেল ম্যানেজার স্টেফেন মাসে, স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
 
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের হেড অব করপোরেট ব্যাংকিং অ্যান্ড হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম; হেড অব কার্ডস জাহির আহমেদ; হেড অব এডিসি অ্যান্ড হেড অব এমডি’স কোঅর্ডিনেশন টিম মো. মামুন-উর রহমান, ওয়েস্টিন ঢাকার সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর ও শেরাটন ঢাকার সেলস অ্যান্ড মার্কেটিং ইনচার্জ মামুনুর রহমান সুমন; সেলস এর ক্লাস্টার ডিরেক্টর ইস্কান্দার রাজু; অ্যাসিস্টেন্ট ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার নুসরাত ফারজানাসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা। 

 চুক্তি অনুযায়ী, কমিউনিটি ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা দ্য ওয়েস্টিন ঢাকা এবং শেরাটন ঢাকায় বিশেষ অফার এবং বাই ওয়ান-গেট ওয়ান (বোগো) ডিলসহ অগ্রাধিকারভিত্তিক সুবিধা উপভোগ করবেন। যা ব্যাংকের গ্রাহকদের স্বাচ্ছন্দ আনয়নে ভূমিকা রাখবে।

এই অংশীদারিত্ব প্রিমিয়াম পার্টনারের সাথে কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে ব্যাংকটির গ্রাহকগণের জন্য সাশ্রয়ী এবং লাইফস্টাইল সংবলিত সুবিধা প্রদানের জন্য কমিউনিটি ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ ।

এএ

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন