ঢাকা, শনিবার, ২৬ জুলাই ২০২৫

১১ শ্রাবণ ১৪৩২, ৩০ মুহররম ১৪৪৭

ইস্টার্ন ব্যাংকে ‘নারী উদ্যোক্তা উন্নয়ন সামিট’ অনুষ্ঠিত

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ২২:৪১, ২৫ জুলাই ২০২৫ | আপডেট: ২২:৪২, ২৫ জুলাই ২০২৫

ইস্টার্ন ব্যাংকে ‘নারী উদ্যোক্তা উন্নয়ন সামিট’ অনুষ্ঠিত

ইস্টার্ন ব্যাংক পিএলসির উদ্যোগে ‘নারী উদ্যোক্তা উন্নয়ন সামিট ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। এই সামিটের মূল লক্ষ্য ছিল যোগ্য নারী উদ্যোক্তাদের চিহ্নিত করে তাদের অর্থায়নসহ অন্যান্য সহযোগিতা প্রদানের জন্য একটি কৌশলগত রোডম্যাপ প্রণয়ন।

বৃহস্পতিবার ইস্টার্ন ব্যাংক প্রধান কার্যালয়ে ব্যাংকের ফ্ল্যাগশিপ ‘নারী উদ্যোক্তা উন্নয়ন প্রোগ্রাম’-এর দ্বিতীয় ধাপ ‘অদ্বিতা’র কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে ইবিএল এমডি আলী রেজা ইফতেখার ও এএমডি ওসমান এরশাদ ফয়েজ, বাংলাদেশ নারী উদ্যোক্তা ফেডারেশনের প্রেসিডেন্ট রুবিনা হুসাইন এবং সীড ফাউন্ডেশনের সিইও মো. মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ইবিএল ডিএমডি ও রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং হেড এম খোরশেদ আনোয়ার, হেড অব লায়াবিলিটি অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট শারমিন আতিক এবং হেড অব প্রায়োরিটি অ্যান্ড উইমেন ব্যাংকিং তানজেরী হকসহ সংশ্লিষ্টরা।

‘অদ্বিতা’র মাধ্যমে অনলাইন ও অফলাইনের নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য তাদের ব্যবসায়িক দলিলপত্র তৈরি ও সংরক্ষণ, ই-কমার্স দক্ষতা বৃদ্ধি, পণ্যের গুণগত মান সম্পর্কে প্রশিক্ষণ প্রদান এবং দেশি-বিদেশি বাজারে প্রবেশাধিকারের ওপর গুরুত্ব দেওয়া হবে।

ব্যাংকার প্রতিবেদন

আরও পড়ুন