ঢাকা, শনিবার, ২৬ জুলাই ২০২৫

১১ শ্রাবণ ১৪৩২, ৩০ মুহররম ১৪৪৭

৫ বছর ধরে টেকসই ব্যাংকের শীর্ষ তালিকায় ব্র্যাক ব্যাংক

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ২২:১৯, ২২ জুলাই ২০২৫ | আপডেট: ২২:১৯, ২২ জুলাই ২০২৫

৫ বছর ধরে টেকসই ব্যাংকের শীর্ষ তালিকায় ব্র্যাক ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের টেকসই ব্যাংকিং রেটিংয়ে টানা পাঁচ বছর শীর্ষস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক। ২০২০ সালে এই রেটিং চালুর পর থেকে প্রতিবছরই তালিকায় জায়গা ধরে রেখেছে বেসরকারি এই ব্যাংকটি।

গত ১৭ জুলাই বাংলাদেশ ব্যাংকের সাসটেইন্যাবল ফাইন্যান্স বিভাগ টেকসই আর্থিক কার্যক্রমে অবদানের জন্য ২০২৪ সালের ‘সাসটেইনেবল ব্যাংক’-এর তালিকা প্রকাশ করে। এই তালিকার শীর্ষে রয়েছে ব্র্যাক ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক পাঁচটি সূচকের ভিত্তিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের টেকসই কার্যক্রম মূল্যায়ন করে। এগুলোর মধ্যে রয়েছে সাস্টেইনেবল ফাইন্যান্স ইনডেক্স, করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর), গ্রিন রিফাইন্যান্স, কোর ব্যাংকিং সাসটেইনেবিলিটি ইনডেক্স ও ব্যাংকিং সার্ভিস কাভারেজ।

এই রেটিংয়ে ধারাবাহিক শীর্ষস্থান ব্র্যাক ব্যাংকের সুশাসন, দায়িত্বশীল ঋণ কার্যক্রম ও ঝুঁকি ব্যবস্থাপনায় দক্ষতা প্রমাণ করে।

২০২৪ সালে ব্র্যাক ব্যাংক তাদের ঋণের ৯৪ শতাংশ টেকসই অর্থায়নে দিয়েছে, যেখানে কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রা ছিল ২০ শতাংশ। সবুজ ঋণ হিসেবে ব্যাংকটি ১৭ শতাংশ অর্থায়ন করেছে, যা ৫ শতাংশ রেগুলেটরি লক্ষ্য ছাড়িয়ে গেছে।

দেশে প্রথমবারের মতো ব্র্যাক ব্যাংক স্কোপ ১, ২ ও ৩–এই তিন স্তরের কার্বন নিঃসরণের শতভাগ তথ্য প্রকাশ করেছে, যা পিসিএএফ স্ট্যান্ডার্ড অনুসরণ করে করা হয়েছে। একই সঙ্গে আইএসএসবি স্ট্যান্ডার্ড অনুযায়ী আইএফআরএস এস-১ ও এস-২ রিপোর্ট প্রকাশ করা প্রথম প্রতিষ্ঠানও এটি।

টেকসইতা নিশ্চিত করতে ব্যাংকটি তাদের সব কার্যক্রমে এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল রিস্ক ম্যানেজমেন্ট (ইএসআরএম) ফ্রেমওয়ার্ক কার্যকর করেছে। একই সঙ্গে ঋণ বিতরণে ইএসজি কমপ্লায়েন্স নিশ্চিত করতে আইএফসি পারফরম্যান্স স্ট্যান্ডার্ড যুক্ত করেছে।

ইএসজি-অ্যালাইনড ঋণ বিতরণ বাড়াতে ব্র্যাক ব্যাংক দেশের বিভিন্ন জায়গায় ৫০টি সাসটেইনেবল ফাইন্যান্স হেল্পডেস্ক চালু করেছে। এগুলো গ্রাহকদের টেকসই ঋণ ও গ্রিন রিফাইন্যান্স স্কিম বিষয়ে পরামর্শ ও সহায়তা দিচ্ছে।

সিএসআর খাতে ব্যাংকটির কার্যক্রমেও দীর্ঘমেয়াদি প্রভাব রয়েছে। ২০২৪ সালে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য চিকিৎসা ও শিক্ষা সেবা নিশ্চিত করার পাশাপাশি জলবায়ু সহনশীল কৃষিপ্রযুক্তির মাধ্যমে আড়াই হাজার কৃষককে প্রশিক্ষণ দিয়েছে ব্র্যাক ব্যাংক। তাদের সিএসআর উদ্যোগে প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তি, নারীদের উচ্চশিক্ষা ও জলবায়ু সহনশীলতা রয়েছে।

এইসব উদ্যোগের আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়েছে ব্যাংকটি। ব্লুমবার্গের সাসটেইনেবিলিটি স্কোরে ৪৩.৩৭ পয়েন্ট অর্জন, মুডিস এর টপ ইএসজি পারফর্মার স্বীকৃতি ও জাতিসংঘ গ্লোবাল কমপ্যাক্ট বাংলাদেশ নেটওয়ার্কের এসডিজি পাইওনিয়ার অ্যাওয়ার্ড পেয়েছে ব্র্যাক ব্যাংক। এই অ্যাওয়ার্ড ব্যাংকটির প্রধান সাসটেইনেবিলিটি কর্মকর্তাকে দেয়া হয়।-বিজ্ঞপ্তি

এএ

ব্যাংকার প্রতিবেদন

আরও পড়ুন