ঢাকা, শনিবার, ২৬ জুলাই ২০২৫

১১ শ্রাবণ ১৪৩২, ৩০ মুহররম ১৪৪৭

চীনের ব্যাংকের সঙ্গে ত্রিপক্ষীয় চুক্তি করল প্রিমিয়ার ব্যাংক

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১৭:৪৪, ২৩ জুলাই ২০২৫ | আপডেট: ১৭:৪৫, ২৩ জুলাই ২০২৫

চীনের ব্যাংকের সঙ্গে ত্রিপক্ষীয় চুক্তি করল প্রিমিয়ার ব্যাংক

আন্তর্জাতিক অর্থায়ন ও আন্তঃদেশীয় ব্যাংকিং সহযোগিতার লক্ষ্যে চীনের ব্যাংক অব হুজুর সঙ্গে ত্রিপক্ষীয় চুক্তি করেছে মে ইন্টারন্যাশনাল ট্রেড সার্ভিস ও প্রিমিয়ার ব্যাংক পিএলসি। 

সম্প্রতি চীনে এই চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

চুক্তিতে প্রিমিয়ার ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) সৈয়দ আবুল হাশেম, ব্যাংক অব হুজুর ভাইস প্রেসিডেন্ট উ রঙ্গলিন এবং মে ইন্টারন্যাশনাল ট্রেড সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ আমিরুল কবির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষরের পর ব্যাংক অব হুজুর চেয়ারম্যান প্রিমিয়ার ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবুল হাশেমের হাতে আনুষ্ঠানিকভাবে চুক্তিপত্র হস্তান্তর করেন।

এই ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে দেশি-বিদেশি ব্যাংকিং কার্যক্রম, আন্তঃব্যাংক সহযোগিতা ও বহুজাতিক অর্থায়নে একসঙ্গে কাজ করবে প্রতিষ্ঠানগুলো।-বিজ্ঞপ্তি

এএ

ব্যাংকার প্রতিবেদন

আরও পড়ুন