ঢাকা, শনিবার, ০৫ জুলাই ২০২৫

২০ আষাঢ় ১৪৩২, ০৯ মুহররম ১৪৪৭

লিড গোল্ড সনদ পেল ইভিটেক্স অ্যাপারেলস

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ২০:৩৮, ৩০ জুন ২০২৫ | আপডেট: ২০:৩৮, ৩০ জুন ২০২৫

লিড গোল্ড সনদ পেল ইভিটেক্স অ্যাপারেলস

যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) থেকে লিড গোল্ড সনদ পেয়েছে গাজীপুরের ইভিটেক্স অ্যাপারেলস। এ নিয়ে দেশে পোশাক ও বস্ত্র খাতের পরিবেশবান্ধব কারখানার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৯টি।

রোববার গ্রুপের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ জানানো হয়।

ইভিটেক্স অ্যাপারেলস ইভিন্স গ্রুপের একটি প্রতিষ্ঠান। এই গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আনোয়ার উল আলম চৌধুরী। তিনি তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) থেকে পরিবেশবান্ধব সনদ পেয়েছে ইভিটেক্স অ্যাপারেলস। প্রতিষ্ঠানটি লিড গোল্ড সনদ পেয়েছে। এই গ্রুপের আরেক প্রতিষ্ঠান ইভিটেক্স ড্রেস শার্ট গত বছর লিড প্লাটিনাম সনদ পেয়েছে।

এ বিষয়ে ইভিন্স গ্রুপ ও বিজিএমইএর পরিচালক শাহ রাঈদ চৌধুরী বলেন, ‘বিজিএমইএ একটি টেকসই উন্নয়ন রূপকল্প ২০৩০ প্রণয়ন করেছে, যেখানে এসডিজিকে মূল কার্যকারিতা সূচক হিসেবে বিবেচনা করা হয়েছে। আমরা সক্রিয় প্রচেষ্টার মাধ্যমে একটি পরিবেশবান্ধব ও উৎপাদনশীল তৈরি পোশাকশিল্প উপহার দিতে সক্ষম হব।’

এএ

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন