ঢাকা, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫

৬ ভাদ্র ১৪৩২, ২৭ সফর ১৪৪৭

আগস্টের ১৬ দিনে রেমিট্যান্স এসেছে ১২৬ কোটি ডলার

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ২০:০৩, ১৭ আগস্ট ২০২৫ | আপডেট: ২০:০৩, ১৭ আগস্ট ২০২৫

আগস্টের ১৬ দিনে রেমিট্যান্স এসেছে ১২৬ কোটি ডলার

চলতি আগস্ট মাসের প্রথম ১৬ দিনে ১২৬ কোটি (১.২৬ বিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ১৫ হাজার ৪২০ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।

রোববার (১৭ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে আগস্টের প্রথম ১৬ দিনে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে ১৩.৭ শতাংশ। গত বছরের একই সময়ে দেশের রেমিট্যান্স প্রবাহ ছিল ১ হাজার ১১২ মিলিয়ন ডলার।

সংশ্লিষ্টরা বলছেন, এই ধারা অব্যাহত থাকলে আগস্ট মাস শেষে রেমিট্যান্সের পরিমাণ প্রায় আড়াই বিলিয়ন ডলার ছাড়াতে পারে।

চলতি অর্থবছরের জুলাই থেকে ১৬ আগস্ট পর্যন্ত প্রবাসীরা ৩ হাজার ৭৪২ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা আগের অর্থবছরের একই সময়ে ছিল মাত্র ৩ হাজার ২৬ মিলিয়ন ডলার।

সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ২৭ শতাংশ বেশি। তার আগের অর্থবছরে (২০২৩-২৪) এসেছিল ২৩ দশমিক ৭৪ বিলিয়ন মার্কিন ডলার।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠানো রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফিরিয়েছে। হুন্ডি প্রতিরোধে সরকারের বিভিন্ন পদক্ষেপ, প্রণোদনা ও ব্যাংকিং ব্যবস্থার উন্নতির ফলে রেমিট্যান্সে এ ধারাবাহিকতা এসেছে।

এএ

ব্যাংকার প্রতিবেদন

আরও পড়ুন