ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ১১:০৬, ২৩ মে ২০২৫ | আপডেট: ১১:০৬, ২৩ মে ২০২৫
উচ্চশিক্ষার উদ্দেশ্যে ভিসা প্রক্রিয়াকরণ আরও দ্রুত ও সহজতর করতে প্রাইম ব্যাংক পিএলসি ও জার্মানির প্রতিষ্ঠান কোরাকল জিএমবিএইচের মধ্যে একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সম্প্রতি ব্যাংকের গুলশানে করপোরেট অফিসে এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
প্রাইম ব্যাংক পিএলসির ডিএমডি মো. নাজিম এ চৌধুরী এবং কোরাকলের পক্ষে বাংলাদেশে প্রতিষ্ঠানটির পরিচালক ও কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ শেখ হাফিজ মঈন চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের হেড অব স্টুডেন্ট ব্যাংকিং আসাদ বিন রশিদ, চিফ ব্যাংকান্স্যুরেন্স অফিসার মিয়া মোহাম্মদ রাবিউল হাসান, প্রডাক্ট ম্যানেজার ও বিজনেস লিড (স্টুডেন্ট ব্যাংকিং) নাফিস উদ্দিন মেহরানসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
কৌশলগত চুক্তির ফলে ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রে ব্যাংকে যে বিলম্ব হয় সেটা দূর হবে এবং শিক্ষার্থী ও অন্যান্য ভিসা আবেদনকারীদের জন্য আরও দ্রুত ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত হবে।
এএ
ব্যাংকার প্রতিবেদন